বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > HS 2023 History Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের ইতিহাস প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

HS 2023 History Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের ইতিহাস প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল সোমবার। (Anandita Das)

HS 2023 History Exam Review: উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল সোমবার। এবার উচ্চমাধ্যমিকে কলা বিভাগের চতুর্থ পরীক্ষা ছিল এটি। কেমন হল ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র? সে কথাই জানালেন বিষয়টির বিশেষজ্ঞ শিক্ষকরা।

২০২৩ সালের উচ্চমাধ্যমিকের আজ ইতিহাস পরীক্ষা। এবারের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র আগের বছরের তুলনায় সহজ না কঠিন? হিন্দুস্তান টাইমস বাংলাকে এই নিয়ে মূল্যবান মতামত দিলেন ইতিহাসের বিশেষজ্ঞ শিক্ষকরা। পাশাপাশি পড়ুয়াদের পরীক্ষা কেমন হল? সে কথাও শুনল হিন্দুস্তান টাইমস বাংলা।

শিক্ষকদের রিভিউ

পাঠভবন স্কুলের ইতিহাস শিক্ষিকা উর্মি চৌধুরী বলেন, ‘গতবারের থেকেও সহজ হয়েছে এই বারের প্রশ্ন। সাধারণ মানের ছাত্রছাত্রীদের লেখার মতো করেই এসেছে প্রশ্ন। অনেক বছর বাদে দেখলাম, এত ভালো এমসিকিউ  এসেছে। ফলে ছেলেমেয়েদের অসুবিধা হওয়ার কথা নয়। কোনও প্রশ্ন কঠিন হয়নি বা ঘুরিয়ে হয়নি। সুভাষচন্দ্র থেকে বাংলাদেশ সম্পর্কিত প্রশ্নও সহজই ছিল। পেশাদারি ইতিহাসের প্রশ্নও এবারে আসার সম্ভাবনা ছিল। ছোট প্রশ্ন একটু কঠিন হলে  অনেকটা নম্বর হাত ফসকায়।তবে সেই অংশও এবারে সহজ ছিল। আমরা শিক্ষক শিক্ষিকারা চাই, ছেলেমেয়েরা যাতে লিখতে পারে। পাশাপাশি তারা কতটা পড়েছে সেটাও বুঝে নিতে। দুদিক থেকেই প্রশ্নের এই ধরনটাই কাম্য।’

নঙ্গী হাইস্কুলের ইতিহাসের শিক্ষক প্রশান্ত মাজি বলেন, ‘এমসিকিউ এবং এসএকিউ খুব ভালো এসেছে। বড় প্রশ্ন দারুণ হয়েছে। আট নম্বর মানের যে প্রশ্ন থাকে, সেটা একেবারে সহজ এসেছে। মোট আটটা প্রশ্ন দিয়েছে। পাঁচটি লিখতে হবে। তিনটি প্রশ্ন একেবারে মাধ্যমিকের স্তরের প্রশ্ন হয়েছে। অন্য বার সাধারণত ওই বড় প্রশ্নগুলি একটু ঘুরিয়ে করা হয়। এবার সেটা একেবারেই হয়নি। মাধ্যমিকেও বড় প্রশ্ন এতটা সোজা আসেনি। সার্বিকভাবে যা প্রশ্ন হয়েছে, তাতে সাধারণ মানের পড়ুয়ারাও ভালো নম্বর পাবে।’

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের ইংরেজি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

কেমন হল পরীক্ষা- পড়ুয়াদের রিভিউ

লেকটাউন গভর্নমেন্ট স্পন্সরড স্কুলের ছাত্রী সুস্মিতা ঘোষ বলেন,  ‘একটা প্রশ্ন একটু কঠিন লেগেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্নটা। বাকি সব প্রশ্ন কমন পেয়েছি। একটু দীর্ঘ হলেও লিখতে অসুবিধা হয়নি।’

বিরাটি মহাজাতি বালিকা বিদ্যামন্দিরের পরীক্ষার্থী রূপসা দাস বলেন, ‘পরীক্ষা ভালোই হয়েছে। ছোট প্রশ্নতে কম কমন পেয়েছি। ছোট প্রশ্ন তিন চারটে ছেড়েছি। বড় প্রশ্ন সব কটিই কমন পেয়েছি। বড় প্রশ্ন ছোট ছোট নম্বরে ভেঙে দিয়েছিল। ফলে লিখতে সুবিধা হয়েছে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন