অত্যন্ত সোজা প্রশ্ন এসেছে উচ্চমাধ্যমিকের মনোবিজ্ঞান বা সাইকোলজি পরীক্ষায়। এমনই জানালেন বিশেষজ্ঞ শিক্ষক। তিনি জানান, এবার যা প্রশ্ন এসেছে, তাতে ৭০ নম্বরের লিখিত পরীক্ষায় অনায়াসে ৬০ নম্বর পাওয়া যাবে। ৬৫ নম্বর পাওয়াও কোনও ব্যাপার নয় বলে জানালেন তিনি।
মনোবিজ্ঞান বা সাইকোলজি পরীক্ষার রিভিউ
চিল্ড্রেনস ফাউডেশনস স্কুলের মনোবিজ্ঞানের শিক্ষিকা রুমেলা সরকার বলেছেন, 'এবার প্রশ্ন খুব ভালো হয়েছে। এমসিকিউ, এসএকিউ হোক বা বড় প্রশ্ন - সবই বিভাগের প্রশ্নই ভালো হয়েছে। যা প্রশ্ন হয়েছে, তাতে অনেক পড়ুয়াই ৭০ নম্বরের মধ্যে ৬০-৬৫ পেয়ে যাবে। যারা বই খুঁটিয়ে পড়েছে, তাদের কাছে ওই নম্বর পাওয়া কোনও ব্যাপার হবে না।'
কেন ৭০ নম্বরের মধ্যে ৬০-৬৫ নম্বর পাওয়া খুব একটা কঠিন হবে না, সেই ব্যাখ্যাও দিয়েছেন মনোবিজ্ঞানের শিক্ষিকা। তিনি জানান, সাত নম্বরের যে বড় প্রশ্নগুলি এসেছে, সেগুলির মধ্যে মাত্র একটি প্রশ্নের মান পুরো সাত নম্বর ছিল। বাকি সব ভেঙে-ভেঙে এসেছে (যেমন ২+২+৩)। ফলে স্বভাবতই বেশি নম্বর উঠবে। একমাত্র স্পিয়ারম্যানের থিওরির প্রশ্নের মান পুরো সাত ছিল। সেটায় ডায়াগ্রাম এঁকে করলে ভালো নম্বর পাওয়া যাবে।
কোনও প্রশ্ন কি ঘুরিয়ে এসেছে?
বিষয়টি নিয়ে মনোবিজ্ঞানের শিক্ষিকা জানান, এমসিকিউতে একটি প্রশ্ন একটু ঘুরিয়ে এসে বলে অনেক পরীক্ষার্থীর মনে হতে পারে। সাইকোডায়নামিক সংক্রান্ত ওই প্রশ্নটায় পরীক্ষার্থীরা একটু দ্বিধাগ্রস্ত হতে পারেন। কারণ ওরকমভাবে সাধারণত পড়েন না পড়়ুয়ারা। তবে বিষয়টি যে পাঠ্যক্রমের বাইরে বা অজানা (আনকমন), তা একেবারেই নয়। বইয়ে ওই বিষয়টি আছে।
এসএকিউতে ঘুরিয়ে কোনও প্রশ্ন আসেনি বলে জানিয়েছেন মনোবিজ্ঞানের শিক্ষিকা। তিনি জানান, শুধু একটা প্রশ্ন সাধারণত বড় প্রশ্নের মধ্যে আসে। সেটা এবার এক নম্বরে এসেছে (মোরাটোরিয়াম)। যেহেতু কনসেপ্ট বোঝাতে হয়, তাই একটু উত্তর কিছুটা বড় হয়ে থাকে। সেক্ষেত্রে এক নম্বরের প্রশ্ন হিসেবে কতটা লিখতে হবে, তা নিয়ে একটু দ্বিধায় পড়তে পারেন পরীক্ষার্থীরা।
উচ্চমাধ্যমিক পরীক্ষার কোন কোন বিষয়ের উত্তরপত্র কেমন হল?
- HS 2023 Bengali Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 English Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের ইংরেজি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 Biological science Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের জীববিজ্ঞান প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 Business studies Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের বিজনেস স্টাডিজ পরীক্ষার প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 Political Science Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 Mathematics Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের অঙ্ক প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
- HS 2023 History Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের ইতিহাস প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)