বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > HS 2023 Result Date: কবে উচ্চমাধ্যমিকের ফলাফল? ঘোষণা ব্রাত্যের, কখন ওয়েবসাইটে দেখা যাবে? মার্কশিট কবে

HS 2023 Result Date: কবে উচ্চমাধ্যমিকের ফলাফল? ঘোষণা ব্রাত্যের, কখন ওয়েবসাইটে দেখা যাবে? মার্কশিট কবে

আগামী ২৪ মে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আগামী ২৪ মে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে। মাত্র ৫৭ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে এবার দিনের দিন উচ্চমাধ্যমিক মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন না পড়ুয়ারা।

আগামী ২৪ মে (বুধবার) উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। অর্থাৎ মাত্র ৫৭ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ২৪ মে বেলা ১২ টায় সাংবাদিক বৈঠক করে সংসদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে। বেলা ১২ টা ৩০ মিনিট থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা। তবে এবার দিনের দিন উচ্চমাধ্যমিক মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন না পড়ুয়ারা। আগামী ৩১ মে সংসদের অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিলি করা হবে। সংসদের অফিস থেকে সেদিন স্কুলের প্রতিনিধিরা মার্কশিট সংগ্রহ করবেন এবং পড়ুয়াদের হাতে তুলে দেবেন।  

সোমবার টুইটারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বলেন, 'আগামী ২৪ মে বেলা ১২ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বেলা ১২ টা ৩০ মিনিট থেকে পড়ুয়ারা অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। আগামী ৩১ মে কাউন্সিলের ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেটের হার্ডকপি বিলি করা হবে।'

আরও পড়ুন: Madhyamik 2023 Results: মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন, আরও চাপ বাড়বে পড়ুয়াদের

কীভাবে অনলাইনে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখবেন?

১) পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in এবং wbresults.nic.in-তে যেতে হবে।

২) হোমপেজে উচ্চমাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত লিঙ্ক ‘West Bengal Council of Higher Secondary Education Examination Results-2023’ থাকবে। তাতে ক্লিক করতে হবে।

৩) 'WBCHSC- Higher Secondary Examination Result - 2023'-র নীচে 'Enter Your Roll', 'Enter Registration No.', 'No.' এবং 'Enter Captcha' আছে। সেই তথ্য দিতে হবে। তারপর 'Submit'-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের।

৪) স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করতে রাখতে পারবেন পড়ুয়ারা।

আরও পড়ুন: ISC 2023 Topper Manya Gupta: ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং নয়, মনোবিজ্ঞান নিয়ে পড়তে চান ISC টপার তথা কলকাতার মেয়ে

উল্লেখ্য, চলতি বছর ১৪ মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। তারপর ২৭ মার্চ শেষ হয়েছিল উচ্চমাধ্যমিকের পরীক্ষা। সেইসময় সংসদের তরফে জানানো হয়েছিল, যতটা দ্রুত সম্ভব উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে। শেষপর্যন্ত মাত্র ৫৭ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করতে চলেছে সংসদ।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন