এবারের মতো আগামী বছরও কি ‘হোম সেন্টারে’ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে? তা নিয়ে আপাতত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এবারের পরীক্ষা হোক। যাবতীয় দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী শনিবার (২ এপ্রিল) থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। করোনাভাইরাস পরিস্থিতিতে এবার ‘হোম সেন্টারে’ পরীক্ষা হবে। অর্থাৎ নিজেদের স্কুলেই পরীক্ষা দেবেন পড়ুয়ারা। যা উচ্চ মাধ্যমিকে প্রথমবার হতে চলেছে। আগামী বছরও ‘হোম সেন্টারে’ পরীক্ষা হবে কিনা, সে বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বলেন, ‘এবার আগে হোম সেন্টারে পরীক্ষা হোক। এবার হোম সেন্টারে পরীক্ষার জন্য আমাদের খরচ অনেকটা বেড়েছে। আগে পরীক্ষা হোক। ২০২২ সালের পরীক্ষা যদি ঠিকঠাকভাবে হয়, হোম সেন্টার করে কতটা লাভ হল, কতটা ক্ষতি হল, সেটা দেখে আবার ২০২৩ সালে সিদ্ধান্ত নেব।’
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষা হলের মধ্যে কোন কোন বিষয় নিয়ে পড়ুয়াদের সতর্ক থাকতে হবে, তা জানিয়েছেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সেই বিষয়গুলি দেখে নিন -
১) কক্ষে মোবাইল ফোন নেই, তা নিশ্চিত করে তবেই প্রশ্নপত্র দেওয়া হবে।
২) যদিও কোনও পরীক্ষার্থীর থেকে মোবাইল পাওয়া যায়, তাহলে তা অবিলম্বে বাতিল করা হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পড়ুয়ার সেদিনের পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষা ব্যবহার করলে বা ব্যবহার করছে জানা গেলে কোনও পড়ুয়ার এই বছরের সব পরীক্ষাই বাতিল হতে পারে।
৩) পরীক্ষার শুরুর এক ঘণ্টার মধ্যে কোনও পড়ুয়া শৌচাগারে যেতে পারবেন না। অর্থাৎ সকাল ১১ টা থেকে পরীক্ষার্থীদের শৌচাগারে যাওয়ার অনুমতি দেওয়া হবে। শৌচাগারে গেলে উত্তরপত্র জমা রেখে যেতে হবে।
৪) বেলা ১২ টা ৪৫ মিনিটের আগে কোনও পরীক্ষার্থী উত্তরপত্র জমা দিয়ে বেরোতে পারবেন না। অর্থাৎ ২ ঘণ্টা ৪৫ মিনিটের আগে কোনও পড়ুয়াকে পরীক্ষা দিয়ে হল থেকে বেরনোর অনুমতি দেওয়া হবে না।