বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > HS Results 2021: আজ প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল, কীভাবে ও কোথায় রেজাল্ট দেখবেন? জানুন

HS Results 2021: আজ প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল, কীভাবে ও কোথায় রেজাল্ট দেখবেন? জানুন

আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই প্রকাশিত হতে চলেছে এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই প্রকাশিত হতে চলেছে এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফল।

আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই প্রকাশিত হতে চলেছে এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফল। বিকেল তিনটেয় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এক ঘণ্টা পর থেকে wbresults.nic.in-সহ একাধিক ফলাফল দেখা যাবে। 

করোনাভাইরাস পরিস্থিতিতে এবার পুরোপুরি উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। মূল্যায়নের ভিত্তিতে পড়ুয়াদের নম্বর দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, মাধ্যমিক একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্রাক্টিকাল বা প্রজেক্টের নম্বরের ভিত্তিতে পড়ুয়াদের নম্বর দেওয়া হবে। সেই নম্বরে সন্তুষ্ট না হলে পড়ুয়ারা ঐচ্ছিক পরীক্ষায় বসার সুযোগ পাবেন। যা করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে নেওয়া হবে বলে জানানো হয়েছে। 

আপাতত সংসদের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার মেধাতালিকা প্রকাশ করা হবে না। গতবারও মেধাতালিকা দেয়নি সংসদ। সেইসঙ্গে এবার ফল প্রকাশের দিনই মার্কশিট দেওয়া হবে না। শুক্রবার উচ্চ মাধ্যমিকের সংসদের ক্যাম্প থেকে স্কুলগুলিকে দেওয়া হবে যাবতীয় নথি। সেদিনই স্কুল থেকে করোনাভাইরাস সংক্রান্ত বিধি মেনে পড়ুয়া বা তাঁদের অভিভাবকরা মার্কশিট সংগ্রহ করতে পারবেন।

কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে?

১) wbresults.nic.in 

২) www.exametc.com 

৩) www.results.shiksha 

৪) www.indiaresults.com 

ওয়েবসাইটে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?

১) wbresults.nic.in সাইটে যেতে হবে।

২) 'WBCHSE class 12 results' লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।

৫) স্ক্রিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।

৬) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।

SMS-এর মাধ্যমে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানা যাবে?

১) WB12 space <রেজিস্ট্রেশন নম্বর> to 56070।

২) WB12 space <রেজিস্ট্রেশন নম্বর> to 5676750।

বন্ধ করুন