বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > HS Results 2021: উচ্চ মাধ্যমিকে প্রথম দশে ৮৬, সর্বোচ্চ নম্বর ৪৯৯, পেয়েছেন মুসলিম কন্যা : সংসদ
প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। বিকেল চারটে থেকে ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা।
পরিসংখ্যানে উচ্চ মাধ্যমিক :
- ৮,১৯,২০২ জন রেজিস্ট্রেশন করেছিলেন।
- এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ। গতবার পাশের হার ছিল ৯০.১৩ শতাংশ।
- ছেলেদের পাশের হার ৯৭.৭ শতাংশ। মেয়েদের পাশের হার প্রায় সমান।
- মুসলিম প্রার্থীদের পাশের হার ৯৭.৪৬ শতাংশ। তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের পাশের হার ৯৭.৩৩ শতাংশ।
- প্রথম ডিভিশন পেয়েছেন ৩,১৯,৩২৭ লাখ পরীক্ষার্থী।
- প্রথম দশে আছেন ৮৬ জন।
- সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৯। সংসদের সভাপতি জানিয়েছেন, এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন মুসলিম ছাত্রী। যা সম্ভবত ইতিহাস। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। তবে তাঁকে প্রথম স্থানাধিকারী বলেননি সংসদ সভাপতি।
কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে?
ওয়েবসাইটে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?
১) wbresults.nic.in সাইটে যেতে হবে।
২) 'WBCHSE class 12 results' লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।
৫) স্ক্রিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৬) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।
SMS-এর মাধ্যমে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানা যাবে?
১) WB12 space <রেজিস্ট্রেশন নম্বর> to 56070।
২) WB12 space <রেজিস্ট্রেশন নম্বর> to 5676750।
বাংলার মুখ খবর