রাত পোহালেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (WBCHSE Class 12th Results 2022)। সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে রেজাল্ট ঘোষণা করা হবে। বেলা ১২ টা থেকে অনলাইনে wbresults.nic.in এবং ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (bangla.hindustantimes.com) থেকেও রেজাল্ট জানা যাবে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হবে। এবার ৪৪ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করতে চলেছে সংসদ। যা সংসদের ইতিহাসে ‘রেকর্ড’ বলে দাবি করা হয়েছে। সেইসঙ্গে সংসদের তরফে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের এক ঘণ্টা পর থেকে অনলাইনে নিজেদের নম্বর জানতে পারবেন পরীক্ষার্থীরা।
কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে পারবেন?
১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (bangla.hindustantimes.com)
২) wbresults.nic.in
কীভাবে হিন্দুস্তান টাইমস বাংলা থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট (HS Results 2022) জানতে পারবেন?
১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (bangla.hindustantimes.com) সাইটে আসতে হবে।
২) হোমপেজে উচ্চমাধ্যমিকের রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন।
৩) নিজের রোল নম্বর এবং রোল নম্বর দিতে হবে। তারপর ‘ক্লিক করুন’-এ ক্লিক করতে হবে।
৪) আপনার কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখুন।
কীভাবে উচ্চমাধ্যমিকের ফলাফল (WB 12th Result 2022) জানতে পারবেন?
১) wbresults.nic.in সাইটে যেতে হবে।
২) 'WBCHSE Class 12th Results' লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।
৫) আপনার কম্পিউটার বা ফোনের স্ক্রিনে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৬) ভবিষ্যতের জন্য রেজাল্ট ডাউনলোড করে রাখুন। বিশেষত এবার ফলাফল ঘোষণার দিনই পরীক্ষার্থীরা হাতে মার্কশিট ও সার্টিফিকেট পাবেন না। ফলে অনলাইনেই মার্কশিট ডাউনলোড করে নিন, যাতে কলেজে ভরতির জন্য সেই নথি ব্যবহার করতে পারেন।