বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > হিন্দু দেবদেবীর ছবি থাকা প্লেটে বিরিয়ানি বিক্রি? ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করল HT বাংলা

হিন্দু দেবদেবীর ছবি থাকা প্লেটে বিরিয়ানি বিক্রি? ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করল HT বাংলা

এই সেই প্লেট (ছবি - এক্স@tjt4002)

HT Bangla Exclusive Viral Video Fact Check: সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দাবি করা হয়েছে যে হিন্দু দেবদেবীর ছবি দেওয়া প্লেটে খাবার দিচ্ছে গুমার একটি দোকান। সেটি কি আদৌও সত্যি? যাচাই করল HT বাংলা।

HT Bangla Exclusive: হিন্দু দেবদেবীর ছবি থাকা প্লেটে বিরিয়ানি দেওয়া হচ্ছে? এমনই দাবি করে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। ভিডিয়োতে উত্তেজিত জনতার অভিযোগ, গুমা রেল স্টেশন সংলগ্ন একটি বিরিয়ানির দোকানে হিন্দু দেবদেবীর ছবি থাকা থালায় খাবার পরিবেশন করা হচ্ছে। দোকানটিকে বয়কট করার দাবি জানায় ওই জনতা। কিন্তু এই ভিডিয়োটির সত্যতা কতটা? আদৌ কি প্লেটটি ওই বিরিয়ানির দোকানের? গোটা ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা করল HT বাংলা (Viral Video Fact Check)।

তরুণজ্যোতি তিওয়ারির পোস্ট

ভিডিয়োটি সোমবার রাত আটটা নাগাদ এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন বঙ্গ বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি তরুণজ্যোতি তিওয়ারি। ভিডিয়োটির ক্যাপশনে তিনি লেখেন, হাজি বিরিয়ানি নামে একটি বিরিয়ানির দোকানের ঘটনা এটি। এই প্লেটে বিরিয়ানি খাওয়ার পর সেটি ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। তিনি আরও লেখেন, কাজটি ‘কে করেছে এবং কেন করেছে সেটা বোঝার জন্য রকেট সায়েন্স বোঝার দরকার নেই।’ বিষয়টি সত্যি হলে পুলিশকে দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি।

বিরিয়ানির দোকানের মালিকের বক্তব্য

সেই ভিডিয়ো ও তরুণজ্যোতি তিওয়ারির পোস্টের সূত্র ধরে যোগাযোগ করা হয় গুমার ওই বিরিয়ানির দোকানের সঙ্গে। হাজি বিরিয়ানির মালিক গৌরী সরকার HT বাংলাকে বলেন, ‘গতকালের (ভিডিয়োটি আদতে রবিবারের) ভিডিয়োটা পুরো সাজানো। এই দোকানটার মালিক আমি। মুসলিম একজনকে ভাড়ায় দেওয়া হয়েছে চালানোর জন্য। গতকাল গুমা স্টেশনের কাছে বিজেপির একটি জনসভা হচ্ছিল। সেখান থেকে কিছু লোক হঠাৎই দোকানে এসে হাজির হয়‌‌। ওই থালা দেখিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করে।’

অশান্তির আঁচ পেয়ে থানায় ফোন

গৌরীদেবীর কথায়, তিনি ওই ঘটনার সময় সেখানে ছিলেন। তাঁর দাবি, 'আমাদের দোকানে যে ধরনের থালা ব্যবহার করা হয়, তার সাইজ একটু ছোট আর পিছনে কোনও ছবি প্রিন্ট থাকে না। ওই লোকগুলোর উদ্দেশ্য বুঝে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে থানায় ফোন করি। থানা থেকে পুলিশ এসে দোকান বন্ধ করে চাবি নিয়ে নেয়। যে বস্তায় থালাগুলি মজুত ছিল, সেই বস্তা সমেত একজন কারিগরকে ধরে নিয়ে চলে যায়। পরে থানায় সেই বস্তা পরীক্ষা করে দেখা হয়েছে। দেবদেবীর ছবি ছাপানো কোনও থালাই সেখানে নেই। বুঝতেই পারছেন, ইচ্ছা করে এমন থালা নিয়ে এসে একদল লোক অশান্তি বাঁধানোর চেষ্টা করছিল।’

মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ

ঘটনাটি বলতে বলতেই গৌরীদেবী বলেন, ‘উত্তেজিত জনতাদের মধ্যে একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও নাম করেছিলেন। লোকটি বলছিলেন, প্লেটের নিচে যদি মুখ্যমন্ত্রীর ছবি থাকত, তাহলে কি এইভাবে তারা খাবার পরিবেশন করতে পারতেন?’ যদিও এমন কোনও বক্তব্যের রেকর্ডিং ওই ৫৫ সেকেন্ডের ভিডিয়ো ফুটেজে দেখা যায়নি। 

অশোকনগর থানার বক্তব্য

অশোকনগর থানার সঙ্গে যোগাযোগ করেছিল HT বাংলা। এসআই চিন্তামণি নস্কর বলেন, গতকাল অর্থাৎ রবিবারের ঘটনাটি আদতে অনিচ্ছাকৃত হয়ে গিয়েছে। এক্ষেত্রে থালা যারা বানায়, তাদের গাফিলতি রয়েছে। তা হলে উত্তেজিত জনতা যে দাবি করছে তা কি সঠিক? থালাটি কি ওই বিরিয়ানির দোকানেরই? এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘ওরকম ছবি ছাপানো প্লেট দোকানে ছিল না। প্লেটটা বাইরে থেকেই আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।’ এই ঘটনায় কি কাউকে গ্রেফতার করা হয়েছে? এসআই জানান, ‘প্রাথমিকভাবে কয়েকজনকে আটক করা হলেও পরে সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে।’

বাংলার মুখ খবর

Latest News

ICC চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা অস্ট্রেলিয়ার! অলরাউন্ডারের ছড়াছড়ি, বাদ তারকা লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে, বিভীষিকায় ভারাক্রান্ত বাতাস ‘কী নির্মম পেশাদার এই ব্যান্ডটা…’! ফসিলসের চন্দ্রামৌলির মৃত্যুতে লিখলেন ব্লগার বুমরাহ টেস্ট অধিনায়ক হলে বাড়বেই ওয়ার্কলোড! তাই পন্তকে নিয়ে নতুন ভাবনায় বোর্ড… ৭ দিনে ৩ বার, এবার জোড়া বাঘের আতঙ্ক ঘুম উড়ল মৈপীঠের, রাতে জঙ্গল ঘেরা হল জালে 'তালিবানি শাসনকে বৈধতা দেবেন না', মুসলিম বিশ্বের কাছে আবেদন মালালার ‘৬-৭ মাস খেলার সুযোগ পাইনি’! টানা দুরন্ত পারফরমেন্সের পর নীরবতা ভাঙলেন করুণ Bangla entertainment news live January 13, 2025 : ‘কী নির্মম পেশাদার এই ব্যান্ডটা…’! ফসিলসের প্রাক্তন চন্দ্রামৌলির মৃত্যু, স্টেজে রূপম গাইছে ‘একলা ঘর’, কী লিখলেন ব্লগার ‘ট্রু লাভ’র সঙ্গে ছবি দিল বনি! দুবাইতে কে সাহায্য করে শ্রীদেবীর মরদেহ ভারত আনতে চট্টগ্রামে ৩ দিন ধরে নিখোঁজ হিন্দু ব্যবসায়ী, আতঙ্কিত পরিবার, তদন্তে পুলিশ

IPL 2025 News in Bangla

পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব ১১ জানুয়ারি আগরকরদের বৈঠক! বাদ যেতে পারেন জাদেজা! শামিকে দিতে হবে পরীক্ষা পিছিয়ে গেল PSL 2025-র ড্রাফটের তারিখ! লড়াইয়ে IPL 2025-এর অবিক্রিত ক্রিকেটাররা স্টার্ক-কামিন্সদের বিরুদ্ধে ৩৯১ রান! যশস্বীর প্রশংসায় অজি ওপেনার! কুর্নিশ ভনেরও…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.