বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Howrah Incident: বিপুল পরিমাণ টাকা–গয়না উদ্ধার, হাওড়ায় পাকড়ায় ভিন রাজ্যের যুবক

Howrah Incident: বিপুল পরিমাণ টাকা–গয়না উদ্ধার, হাওড়ায় পাকড়ায় ভিন রাজ্যের যুবক

লাখ লাখ নগদ টাকা উদ্ধার

এবার এই বাজেয়াপ্ত হওয়া ওই বিপুল পরিমাণ নগদ টাকা–গয়না ইতিমধ্যেই আয়কর দফতরের হাতে তুলে দিয়েছে রেল পুলিশ। আয়কর দফতরের অফিসারাও এই ঘটনার তদন্ত শুরু করেছেন। পাচারের করতেই এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। এই চক্রে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

আবার রাজ্যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। লাখ লাখ নগদ টাকা উদ্ধার হল হাওড়া স্টেশন থেকে। এবার হাওড়া স্টেশন চত্বরে নগদ ১১ লাখ টাকা উদ্ধার করল রেল পুলিশ। এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারকে কেন্দ্র করে আলোড়ন পড়ে গিয়েছে। তবে এই টাকার সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ সোনার গয়নাও। আর এটাই ভাবিয়ে তুলেছে পুলিশ অফিসারদের। কারণ উদ্ধার হওয়া ৬১ গ্রাম সোনার গয়নার বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা।

কী তথ্য পেয়েছে পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, এই বিপুল পরিমাণ টাকা ও গয়না উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই ভিন রাজ্যের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত এই যুবকের নাম ভিকি কুমার। তার বাড়ি ঝাড়খণ্ডের গিরিডিতে। সেখান থেকে মঙ্গলবার হাওড়া স্টেশন চত্বরে আসে ওই যুবক। তখন তাকে পাকড়াও করা হয়। এই বিপুল পরিমাণ টাকা–সোনার গয়নার উৎস কী?‌ কোথায় পাচার করা হচ্ছিল?‌ খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। এর আগে রাজ্যের একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল। হাওড়ায় গাড়ি এবং ফ্ল্যাট থেকেও বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল।

ঠিক কী ঘটেছে হাওড়ায়?‌ গতকাল মঙ্গলবার হাওড়া স্টেশনে রুটিন তল্লাশি করছিলেন রেল পুলিশের কর্মীরা। তখনই সন্দেহজনক চালচলন দেখে ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে পাকড়াও করা হয় ভিকিকে। ওই যুবককে তল্লাশি করতেই ব্যাগ থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না। উদ্ধার হওয়া টাকা ও গয়নার মোট মূল্য ১৩ লাখ ৯১ হাজার ৫৮০ টাকা। এই টাকা–গয়নার কোনও বৈধ কাগজপত্র ওই যুবকের কাছে ছিল না। তার কথাবার্তায় অসঙ্গতি ছিল।

আর কী জানা যাচ্ছে?‌ সূত্রের খবর, এই যুবক ভিকি কুমার পাচারের কাজই করে থাকে। আগেও নানা বহু মূল্যবান জিনিস পাচার করেছে সে। এবার এই বাজেয়াপ্ত হওয়া ওই বিপুল পরিমাণ নগদ টাকা–গয়না ইতিমধ্যেই আয়কর দফতরের হাতে তুলে দিয়েছে রেল পুলিশ। আয়কর দফতরের অফিসারাও এই ঘটনার তদন্ত শুরু করেছেন। পাচারের করতেই এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। এই চক্রে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

বন্ধ করুন