বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আসিফের দুই বন্ধুর বাড়িতে মিলল বিপুল অস্ত্র, জেরায় মিলল একাধিক নয়া সূত্র

আসিফের দুই বন্ধুর বাড়িতে মিলল বিপুল অস্ত্র, জেরায় মিলল একাধিক নয়া সূত্র

কালিয়াচক খুনে ধৃত আসিফ মহম্মদ। 

এমনকী আরও সন্দেহভাজন ১৫ জনের খোঁজ চালাচ্ছে পুলিশ বলে খবর।

কালিয়াচক হত্যাকাণ্ডে মূল অভিযুক্তকে জেরা করতেই মিলল নয়া মোড়। আসিফের বাড়ি থেকেই মিলল ৫টি সেভেন এমএম পিস্তল এবং ৮৪ রাউন্ড কার্তুজ। আর আটক করা হয়েছে আসিফের দুই বন্ধু সাবির আলি ও মহফুজ শেখকে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে তাদের হাত রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। এমনকী আরও সন্দেহভাজন ১৫ জনের খোঁজ চালাচ্ছে পুলিশ বলে খবর। বাবা, মা, বোন ও ঠাকুমার খুনি মহম্মদ আসিফকে জেরা করতেই বেরিয়ে আসে একাধিক অসঙ্গতি।

পুলিশ সূত্রে খবর, সাবির আলি এবং মহফুজ শেখ আসিফের বহুদিনের বন্ধু। এই মহফুজকে জেরা করেই জানা গিয়েছে, আসিফ ল্যাপটপ, কম্পিউটার অনেক যন্ত্রপাতি নিয়ে ঘাঁটাঘাঁটি করত। নিজের দোতলার ঘরে কাউকে ঢুকতে দিত না। আসিফের হাতে কোনওদিন টাকা দেখা যায়নি। আর নিজের ঘর থেকেও সে বিশেষ বেরত না। বাড়িতে রাতের বেলা মিস্ত্রীর কাজ করত আসিফ। তদন্তকারীদের অনুমান, তখনই ওই সুড়ঙ্গ খোঁড়া হয়েছিল।

আসিফের ওই দুই বন্ধুর বাড়িতে হানা দেয় পুলিশ। আর তাতেই সন্ধান মেলে বিরাট অস্ত্রভান্ডারের। ওই দু’‌জনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৫টি ৭ এমএম পিস্তল, ৮৪ রাউন্ড গুলি এবং ১০টি ম্যাগাজিন। সাবির আলির বয়ানে অনুযায়ী, বেঙ্গালুরুতে নার্সিং নিয়ে পড়াশোনা করে সে। স্কুল থেকেই বন্ধু ছিল সাবির। তিন চারটি মোবাইল ছিল আসিফের। বিভিন্ন সময়ে বিভিন্ন ফোনে ফোন আসত। তবে বন্ধুদের সামনে আসিফ ফোন ধরত না। পড়াশোনা ছেড়ে দেওয়ার পরও আর নতুন করে পড়াশোনা করতে চায়নি আর। সাবিরের কথায়, নমাজ পড়ার কথা বললে আসিফ বলত, নমাজ পড়ে কী হবে! আমি টাকা পাব! আসিফের কথা শুনে মনে হত, ওর খুব টাকার দরকার। পুলিশের অনুমান, তাহলে কী জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছিল আসিফ?‌ এভাবেই কি টাকা রোজগার করতে চেয়েছিল সে?‌ সেটা জানতে পেরেছিল পরিবারের সদস্যরা বলেই খুন হতে হল?‌ তদন্ত শুরু হয়েছে।

এখন প্রশ্ন উঠছে, কোথা থেকে ওই বিপুল অস্ত্র তাদের কাছে এল তা জানার চেষ্টা করছে পুলিশ। কেন ওইসব অস্ত্র মজুত করা হয়েছিল?‌ খতিয়ে দেখা হচ্ছে। মাধ্যমিকের পর থেকে সায়েন্স নিয়ে পড়ার পরিকল্পনা করে আসিফ। এমনকী মাধ্যমিকের পর থেকে ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার কেনার জন্য বাড়িতে চাপ দিয়েছিল আসিফ। প্রায় ৫০ হাজার টাকা দিয়ে সম্প্রতি ইনভার্টারও কিনেছিল আসিফ। মাঝেমধ্যেই বন্ধুদের বাড়িতে ডেকে এনে পিকনিক করত আসিফ। আসিফ ও তার দাদা আরিফকে কোনওদিনই একসঙ্গে দেখেনি কেউ। আসিফ বা আরিফকে জিজ্ঞেস করলে দু’‌জনেই বলত, বাড়ির সকলে বাইরে আছেন। ভাল আছেন। সময় হলেই ফিরবেন।

প্রতিবেশীদের দাবি, গত কয়েক মাস ধরে আসিফের বাবা, মা, বোন এবং ঠাকুমাকে পাড়ায় দেখা যাচ্ছিল না। বাড়ির ছোট ছেলে মহম্মদ আসিফ ওরফে হান্নান স্কুলের গণ্ডিও পেরোননি। ওই বাড়িতে একা থাকত সে। কয়েকদিন ধরে আসিফের গতিবিধি দেখে সন্দেহ হচ্ছিল। তখন খবর দেওয়া হয় থানায়। শেষপর্যন্ত বাড়ির জলের ট্যাঙ্ক থেকে পরিবারের চারজনেরই মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কালিয়াচক থানার পুলিশ সূত্রে খবর, সাইবার জালিয়াতি, অপহরণের জন্যেও আসিফকে আটক করেছিল পুলিশ। আসিফ ও তার বন্ধুরা নিজেরাই নিজেদের অপহরণ করে আসিফের বাবার থেকে আড়াই লক্ষ টাকা মুক্তিপণ আদায় করেছিল। পরে তারা ধরাও পড়ে। হ্যাকারদের সঙ্গেও আসিফের নিয়মিত যোগাযোগ ছিল। এই ঘটনায় সাবিরও যুক্ত।

এখানেই শেষ নয়, পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ২৮ ফ্রেরুয়ারি দুপুরে ঠাণ্ডা পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা, মা, দাদা, বোন এবং ঠাকুমাকে খাওয়ায় আসিফ। সবাই অচৈতন্য হয়ে পড়েন। এরপর তাঁদের হাত–পা বেঁধে দেওয়া হয়, সেলোটেপ লাগিয়ে দেওয়া হয় মুখে। হত্যাকাণ্ডের আগে বাড়ির গুদাম ঘরে একটি চৌবাচ্চা তৈরি করে আসিফ। জলও জমিয়েছিল সেই চৌবাচ্চায়। যাতায়াতের জন্য তৈরি করে সুড়ঙ্গও! ঘটনার দিন সুড়ঙ্গ পথেই পাঁচজনকেই আনা হয়। চৌবাচ্চায় ফেলে দেওয়া হয় তাঁদের। কিন্তু আসিফের দাদা আরিফের জ্ঞান ফিরে আসায় পালিয়ে যায় সে।

বাংলার মুখ খবর

Latest News

ভোট হিংসায় টেক্কা BJP-TMC'র, হাঁসুয়ার কোপ থেকে হাতাহাতির সাক্ষী শীতলকুচি শাহরুখ-গৌরীর ভাড়া বাড়ির গল্প শোনালেন চাঙ্কি, বললেন, ‘ও একটুও বদলায়নি..’ তীব্র গরমে বেআইনি বহুতলে পুনরায় বিদ্যুৎ সংযোগের নির্দেশ, নরম কলকাতা হাইকোর্ট ২৬ বছরের দাম্পত্যে পাননি গর্ভের সন্তান! অপরাজিতা বলছেন, ‘সব পেলে নষ্ট জীবন’ আর তর সইছে না! নান্দিমুখেও রাতুলের পাশে বসে রূপাঞ্জনা, প্রকাশ্যে গায়ে হলুদের ছব মা বিড়ি বাঁধতেন, মারা গিয়েছেন বাবা, ছেলে এবার IAS, ইউপিএসসিতে উজ্জ্বল স্থান পেশাদার ফুটবলে কামব্যাক, তাও ৫৮ বছর বয়সে, চমক বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকার কমিশনে জমা পড়ল ১৫১টি অভিযোগ, 'পুলিশি নিষ্ক্রিয়তা' নিয়ে মুখ খুললেন রাজ্যপাল অন্ধকারে ডুবছে ব্যস্ততম গড়িয়াহাট ব্রিজ, ১৫ দিন ধরে আলো জ্বলছে না, কারণ কী? মঙ্গল-রাহুর মিলনে অঙ্গারক যোগ, ৩ রাশির জীবন বদলাবে, থামবে অগ্রগতি, থাকুন সতর্ক

Latest IPL News

লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো PBKS হারলেও নায়ক আশুতোষ, কে এই প্লেয়ার? যাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সূর্য, বুমরাহরাও স্নায়ুচাপের পরীক্ষা হয়েছে এই ম্যাচে, পঞ্জাব বধের পর বললেন হার্দিক পান্ডিয়া ছন্নছাড়া ক্যাপ্টেন্সি, দেরি হল ফিল্ড সাজাতে, বড় জরিমানার মুখে পড়লেন হার্দিক IPL 2024: ইডেনে এবার সবুজ জার্সি পরে নামছেন কোহলিরা,চাইছেন নিজেদের ভাগ্যও বদলাতে PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.