বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bombs Recovered: ধানক্ষেত থেকে উদ্ধার পাঁচ জারিকেন ভর্তি বোমা, পূর্ব বর্ধমান জুড়ে পুলিশের তল্লাশি

Bombs Recovered: ধানক্ষেত থেকে উদ্ধার পাঁচ জারিকেন ভর্তি বোমা, পূর্ব বর্ধমান জুড়ে পুলিশের তল্লাশি

ধান জমিতে উদ্ধার হয় বোমা

কড়া হাতে পুলিশ এইসব বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে। ভাঙড় থেকে টিটাগড় বোমা উদ্ধার হয়েছে বারবার। এবার সেই তালিকায় যুক্ত হল পূর্ব বর্ধমান। আজ, রবিবার একটি ধান জমিতে উদ্ধার হয় বোমা ভর্তি জারিকেন। শনিবার বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত মোট ৫টি জারিকেন ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে।

রবিবাসরীয় সকালে পাঁচটি জারিকেন ভর্তি বোমা উদ্ধার হল পূর্ব বর্ধমানের গলসি এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে নানা জেলা থেকে বোমা উদ্ধারের ঘটনা সামনে আসছে। কড়া হাতে পুলিশ এইসব বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে। ভাঙড় থেকে টিটাগড় বোমা উদ্ধার হয়েছে বারবার। এবার সেই তালিকায় যুক্ত হল পূর্ব বর্ধমান। আজ, রবিবার একটি ধান জমিতে উদ্ধার হয় বোমা ভর্তি জারিকেন। শনিবার বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত মোট ৫টি জারিকেন ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে।

ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, এই পাঁচটি জারিকেন থেকে মোট ৩০টি তাজা বোমা উদ্ধার হয়েছে। কে বা কারা রেখেছিল?‌ তা তদন্ত করে দেখা হচ্ছে। এই বিপুল পরিমাণ বোমাকে তিনটি ধাপে নিষ্ক্রিয় করে সিআইডি বম্ব ডিস্পোজাল স্কোয়াড। শনিবার বিকেলে পুরষার বদরুল মাঠে ধান কাটার সময় জমিতে বোমা ভর্তি একটি জারিকেন দেখতে পান কৃষক। তখনই খবর দেওয়া হয় গলসি থানার পুলিশকে। পুলিশ এসে জারিকেনটি উদ্ধার করে। গোটা এলাকায় তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে ঘটনাস্থল থেকে আরও তিনটি বোমা ভর্তি জারিকেন উদ্ধার করে তারা। আর রবিবার একটি বোমা ভর্তি জারিকেন উদ্ধার করে পুলিশ।

কোথা থেকে এল এত বোমা? এই বোমা উদ্ধার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, ‘‌এটা এখন রোজকার ঘটনা। রাজ্যজুড়ে উদ্ধার হচ্ছে বোমা, বন্দুক, গুলি। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তৃণমূল এখন সন্ত্রাস করেই ক্ষমতা দখল করতে চাইছে। তাই এই বিপুল পরিমাণে বোমা মজুত করা হয়েছে। আমরা নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। যারা যুক্ত তাদের শাস্তির দাবি করছি।’‌

পাল্টা কী দিল তৃণমূল কংগ্রেস?‌ বিজেপির এই অভিযোগকে আমল দিতে চায়নি তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ উড়িয়ে দিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস পাল্টা বলেন, ‘‌এই ঘটনার সঙ্গে আমরা যুক্ত নই। তাই আমরাও উপযুক্ত তদন্তের দাবি জানাচ্ছি। বাংলাকে কালিমালিপ্ত করতে বিরোধীরাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তারপর তৃণমূল কংগ্রেসের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিজেপির অভিযোগ করা কাজ সেটাই তারা করছে। ওদের পায়ের তলার জমি আলগা হয়ে গিয়েছে।’‌

বন্ধ করুন