দলবিরোধী মন্তব্যের জন্য শো-কজের চিঠি পাওয়ার পর ক্ষমা চেয়ে ভালো করে দম নিয়ে উঠতে পারেননি তিনি। এরই মধ্যে ফের দলবিরোধী মন্তব্য করার অভিযোগ উঠল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুঁ কবিরের বিরুদ্ধে। এবার ফেরিঘাটের দখল নিয়ে তৃণমূলের ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তিনি। ভরতপুরের টেঁয়া গ্রাম পঞ্চায়েতে বাবলা নদীর ওপর একটি ফেরিঘাটের বরাত নিয়ে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। হুমায়ুঁ ও মোস্তাফিজুর, ২ নেতার অনুগামীরাই ফেরিঘাটের বরাত পেতে ঝাঁপান। এই নিয়ে দলের ব্লক কার্যালয়ের সামনে ২ পক্ষ ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখানে হাজির ছিলে হুমায়ুঁ কবিরও। গভীর রাত পর্যন্ত গোলমাল চলে সেখানে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার এই ঘটনা নিয়ে মুখ খোলেন হুমায়ুঁ। আর মুখ খুলে ফের দলেরই একাংশের বিরুদ্ধে বোমা ফাটান তিনি। বলেন, ‘ফেরিঘাটের দখল নিয়ে টাকা নয়ছয় করতে চাইছে দলের একাংশ। আমি থাকতে তা হতে দেব না।’ হুমায়ুঁর এই মন্তব্য নিয়ে ফের দলের বিরুদ্ধে শোরগোল শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করার পরেও তিনি ফের দলের বিরুদ্ধে মুখ খোলায় তাঁর বিরুদ্ধে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে অভিযোগ জানাতে চলেছে দলের একাংশ। তবে এই নিয়ে মুখ খোলেননি দলের জেলা সভাপতি অপূর্ব সরকার। তিনি বলেন, ‘এটা আইনশৃঙ্খলার ব্যাপার। প্রশাসনক বুঝবে। এতে দলের কিছু বলার নেই।’
লাগাতার দলবিরোধী মন্তব্যের জন্য গত সপ্তাহেই হুমায়ুঁ কবিরকে শো কজ করেছিল তৃণমূলের। এর পর বিধানসভায় নিজের দফতরে তাঁকে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর প্রকাশ্যে ক্ষমতা চেয়ে নেত্রীর নির্দেশ মতো চলবেন বলে কথা দেন হুমায়ুঁ।