সব ঠিক থাকলে নির্ধারিত দিনেই হবে কলকাতা–হাওড়া পুরসভার নির্বাচন। তবে বুধবার কলকাতা হাইকোর্ট কি রায় দেয় সেদিকেই তাকিয়ে সবাই। এই পরিস্থিতিতে হাওড়ায় একটি উঁচু টাওয়ার উদ্বোধনের আগে হেলে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই টাওয়ারটি একশো ফুট উঁচু। এই উঁচু জায়গাতেই তৈরি হবে রেস্তোরাঁ। কিন্তু টাওয়ারটি হেলে পড়ায় জোর চাঞ্চল্য তৈরি হয়। সেখানে ছুটে গিয়ে টাওয়ার পরিদর্শন করেন হাওড়া পুরসভার প্রতিনিধি দল।
কোথায় সেই টাওয়ার? হাওড়া এলাকার বেলিলিয়াস পার্কে তৈরি হচ্ছে উঁচু টাওয়ারের উপর রেস্তোরাঁ। জমিটি হাওড়া পুরসভার হলেও বেসরকারি সংস্থা এটি তৈরি করছে। বিনোদন পার্কের পাশাপাশি এখানে তৈরি হচ্ছে দেশের অন্যতম উঁচু টাওয়ার। এই টাওয়ারের একদম উপরে থাকবে ঘুরন্ত রেস্তোরাঁ। ৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে রেস্তোরাঁটি। আর সেটি একপাশে হেলে গিয়েছে।
এই টাওয়ার হেলে যাওয়ার খবর পেয়ে ছুটে আসেন হাওড়া পুরসভার প্রতিনিধিদল। এটি ভেঙে পড়লে বিপদ ঘটতে পারে বলে আতঙ্ক ছড়ায়। হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, ‘আজ সম্পূর্ণ এলাকাটি পরিদর্শন করেছি। কর্তৃপক্ষকে নোটিশ করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পুরসভার পক্ষ থেকে ইঞ্জিনিয়ারদের দিয়ে পরীক্ষা করিয়ে রিপোর্ট নেওয়া হবে। বিপদ যাতে না ঘটে তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এই নিয়ে যখন জোর চর্চা শুরু হয়েছে তখন নির্মাণকারী সংস্থার কর্ণধার রামরতন চৌধুরী বলেন, ‘উদ্বেগের কোনও কারণ নেই। এটা সত্যি যে টাওয়ারটি হেলে পড়েছে। বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হয়েছে। তাদের পরামর্শ মতো টাওয়ারের নীচের অংশে কংক্রিটের পিলার দিয়ে আরও মজবুত করা হচ্ছে। বিপদের কোনও সম্ভাবনা নেই। আগামী ৬ মাসের মধ্যেই পার্কটি চালু হবে।’