বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > স্ত্রীর গোপন ভিডিয়ো পর্ন সাইটে ছড়াবার হুমকি স্বামীর, তদন্তে নরেন্দ্রপুর থানা

স্ত্রীর গোপন ভিডিয়ো পর্ন সাইটে ছড়াবার হুমকি স্বামীর, তদন্তে নরেন্দ্রপুর থানা

নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী।

এই নিয়ে বচসা তুঙ্গে উঠলে মারধর, সিগারেটের ছ্যাঁকা এবং অশ্রাব্য ভাষায গালিগালাজ করা হয়।

স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। তার জেরে বিবাহবিচ্ছেদে যায় স্বামী–স্ত্রী। সেই মামলা চলাকালীন স্ত্রীর গোপন ভিডিয়ো তুলে তা পর্ন সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় স্বামী। ব্ল্যাকমেল করতে থাকে বলে অভিযোগ স্ত্রীর। এই নিয়ে বচসা তুঙ্গে উঠলে মারধর, সিগারেটের ছ্যাঁকা এবং অশ্রাব্য ভাষায গালিগালাজ করা হয়। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী।

ঠিক কী ঘটেছে নরেন্দ্রপুরে?‌ স্থানীয় সূত্রে খবর, পাঁচ বছর আগে নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা প্রবীর ধরের সঙ্গে বিয়ে হয় এই যুবতীর। দু’‌জনের বাড়ি পাশাপাশি এলাকাতেই। তাঁদের দেখাশোনা করেই বিয়ে হয়। সম্প্রতি তাঁদের বনিবনা হচ্ছিল না। তাই দু’‌জনে মিলে মিউচুয়াল ডিভোর্সের আবেদন করেন। সেই মামলার নথিতে সইয়ের জন্য শুক্রবার স্ত্রীকে বাড়িতে ডাকে স্বামী। স্ত্রী বাড়িতে এলে তাঁকে দরজা বন্ধ করে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্বামীর পাশাপাশি তাঁর পিসিও মারধর করে বলে অভিযোগ। মারধর করার পাশাপাশি তার গোপন ভিডিয়ো পর্ন সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

কী করে সেখান থেকে ছাড়া পেলেন যুবতী?‌ পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী, মারধর সহ্য করতে না পেরে চিৎকার–চেঁচামেচি শুরু করেন যুবতী। তখন প্রতিবেশীদের সাহায্যে কোনওরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে আসেন ওই যুবতী। রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, বিয়ের কয়েক বছর পর থেকেই সমস্যা শুরু হয়। তখন দু’‌জনের সহমতেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। বিয়ের পর থেকেই স্বামী গোপন ভিডিয়ো তুলে রাখে। এমনকী একবার মাদক জাতীয় পানীয় খাইয়ে অজ্ঞান করা হয়েছিল। তখন বেশ কয়েকটি অশ্লীল ভিডিয়ো তুলেছিল বলে জানতে পেরেছি। সেগুলি এখন পর্ন সাইটে ছেড়ে দেবে বলে ব্ল্যাকমেল করা হচ্ছে।

বন্ধ করুন