বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Housewife Murder: স্ত্রীকে খুন করে পোড়ানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, হুগলিতে ঘটল চরম নৃশংসতা

Housewife Murder: স্ত্রীকে খুন করে পোড়ানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, হুগলিতে ঘটল চরম নৃশংসতা

স্ত্রীকে খুন করল স্বামী।

স্ত্রীকে খুন করে প্রমাণ লোপাট করতেই দেহ আগুনে পুড়িয়ে দিয়েছে স্বামী। এই ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের কৃষ্ণনগর গ্রামে। এই অভিযুক্তের চরমতম শাস্তির দাবি করা হয়েছে। এখন ঘটনাস্থলে এসেছেন খানাকুল থানার পুলিশ। তবে পুলিশ অভিযুক্তের স্বামী, মৃতার জা এবং জায়ের মাকে গ্রেফতার করেছে।

রবিবাসরীয় সকালে দেখা গেল স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির বাথরুম থেকে ধোঁয়া বের হচ্ছে। সেই ধোঁয়ার সঙ্গে আসছে চামড়া পোড়া গন্ধ। প্রতিবেশীদের সন্দেহ হওয়াতে ওই বাড়িতে যান তাঁরা। যদিও কোনও চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল না। অনেক ডাকাডাকির পর দরজা খোলেন ওই স্বর্ণ ব্যবসায়ী। আর প্রতিবেশীদের দেখে কাঁদতে থাকেন। এই দেখে প্রতিবেশীরা বাথরুমে চলে যান। আর দেখেন, পুড়ে ছাই হয়ে গিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রী। তারপরই ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা।

ঠিক কী ঘটেছে হুগলিতে?‌ স্থানীয় সূত্রে খবর, স্ত্রীকে খুন করে প্রমাণ লোপাট করতেই দেহ আগুনে পুড়িয়ে দিয়েছে স্বামী। এই ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের কৃষ্ণনগর গ্রামে। এই অভিযুক্তের চরমতম শাস্তির দাবি করা হয়েছে। এখন ঘটনাস্থলে এসেছেন খানাকুল থানার পুলিশ। তবে পুলিশ অভিযুক্তের স্বামী, মৃতার জা এবং জায়ের মাকে গ্রেফতার করেছে।

কী তথ্য পেয়েছে পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, মৃত গৃহবধূর নাম মানসী মণ্ডল জানা(৪২)। তাঁর দুই সন্তান রয়েছে। অভিযুক্ত স্বামী হরেকৃষ্ণ জানা পেশায় স্বর্ণ ব্যবসায়ী। স্বামীর সঙ্গে স্ত্রীর বনিবনা হচ্ছিল না। পারিবারিক বিবাদ লেগেই থাকত। হরেকৃষ্ণর ভাই কর্মসূত্রে বাইরে থাকেন। একই বাড়িতে থাকেন মানসীর ছোট জা। অভিযুক্ত হরেকৃষ্ণ জানার গ্রামের বাড়ি খানাকুলে। কর্মসূত্রে তাঁরা কৃষ্ণনগরেই থাকেন। ভাইয়ের স্ত্রীর সঙ্গে হরেকৃষ্ণর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। সেটা জেনে ফেলায় স্ত্রী মানসীর সঙ্গে বিবাদ শুরু হয়। আর তাঁকে খুন করা হয়।

আর কী জানা যাচ্ছে?‌ সূত্রের খবর, এই বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়েই হরেকৃষ্ণ–মানসীর সম্পর্কের টানাপোড়েন ছিল। শনিবারই খুন করা হয় মানসীকে। আর রবিবার দেহ লোপাট করতে বাথরুমে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা হয়। ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ। পুড়ে ছাই হয়ে যাওয়া দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। হরেকৃষ্ণ ও তাঁর ভাইয়ের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

বন্ধ করুন