স্ত্রীকে পুকুরের জলে ডুবিয়ে শ্বাসরোধ করে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাসনাবাদের কাছে একটি গ্রামে। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে স্বামীকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্ত্রী।
জানা গিয়েছে, হাসনাবাদের রামেশ্বরপুর–বরুনহাট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বরনী গ্রামে আরিফ মিস্ত্রি তাঁর বউ ছাবিনা বিবির ওপর অত্যাচার করত। সিগারেটের ছ্যাঁকা দিতে তাঁর ওপর মানসিক নির্যাতন করা হত। ছাবিনা প্রতিবাদ করলে বেধড়ক মারধর করা হত। গত বৃহস্পতিবার রাতে হঠাৎ ছাবিনাকে মারতে মারতে ঘর থেকে বের করে আনে আরিফ। এরপর পুকুরের জলে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়। সেই সময় পরিবারের অন্যান্য সদস্যরা আরিফকে ধরে ফেলেন। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশে খবর দিয়ে দেন। আরিফকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, ‘প্রায়শই আরিফের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসত। প্রতিদিন আরিফ ওর বউকে পেটাত। ওর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।’ আরিফের ভাই ও অন্যান্য পরিবারের সদস্যরাও অভিযোগ করেছে। জানা গিয়েছে, রীতিমতো মাদকাসক্ত হয়ে স্ত্রী ছাবিনার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত আরিফ। পরিবারের সদস্যদের অভিযোগ, শুধুমাত্র সন্দেহের বশেই স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার চালাতেন আরিফ।