2/4 এলাকায় হায়না বেরিয়েছে এই খবর চাউড় হতেই এলাকায় ব্যপক আতঙ্ক ছড়ায়। বনদফতরের কর্মীরা এলাকায় টহল দিচ্ছেন। কেউ যাতে হায়নার হামলায় আহত না হন সেটা দেখা হচ্ছে। এদিকে আতঙ্কে অনেকেই ঘরবন্দি। পিক্সাবে।
3/4 সূত্রের খবর, শুক্রবার সকালে দুর্গাপুরের বুদবুদের দেবশালা গ্রামে হায়না হানা দেয় বলে খবর। জঙ্গল সংলগ্ন এলাকা। সেখানেই হায়নার হানা। আচমকাই হায়নার দল বেরিয়ে পড়ে জঙ্গল থেকে। এরপর একের পর এক গ্রামবাসীর উপর হামলা চালায়। এদিকে এরপরই বনদফতরের কাছে খবর যায়। বনদফতরের লোকজন এসে নজরদারির ব্যবস্থা করে। কিন্তু তার আগেই অন্তত ১৫জনকে আঁচড়ে কামড়ে দেয় হায়নার দল। পিক্সাবে
4/4 স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বনদফতর এলাকায় পাহারা বসিয়েছে। আর যাতে কারোর উপর হায়না আক্রমণ করতে না পারে সেটা দেখা হচ্ছে। হায়নাগুলি কোথা থেকে এসেছিল সেটা দেখা হচ্ছে। পিক্সাবে।