কেন্দ্রে তৃতীয়বার মোদী সরকারের রূপরেখা স্পষ্ট হতেই মন্ত্রিত্বের দাবিতে মুখ খুললেন বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তাঁর দাবি, তিনি ৩ বারের সাংসদ। ফলে কেন্দ্রে মন্ত্রিত্ব পাওয়া উচিত তাঁর। এক সঙ্গে রাজ্যে বিজেপির খারাপ ফলের জন্য রাজ্য নেতৃত্বকে আরেকবার আক্রমণ করেন তিনি।
আরও পড়ুন - ভোটে হার, ‘ষড়যন্ত্রে'র গন্ধ’? প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ
পড়তে থাকুন - জ্যোতিপ্রিয়, জীবনের বিধানসভায় পিছিয়ে TMC, বিপুল ভোটে এগিয়ে থাকল পার্থ, মানিকের এলাকা
সৌমিত্র বলেন, ‘রাজ্য নেতৃত্বের কিছু সিদ্ধান্তের জন্য বিজেপি হেরেছে। বিজেপির ভোটের হার বেড়েছে। বিজেপি অনেক ভালো ফল করতে পারে। যেভাবে উড়িষ্যাতে আমরা হেরেও বিজেপির সরকার এলো। বিজেপি ভালো ফল করল। সংগঠনে যদি ভালো জায়গা দেওয়া হয়, মন্ত্রিত্বে যদি সঠিক লোক দেওয়া হয়। যারা কর্মীদের সাথে মেশে। শুধু টিভিতে বসে বক্তব্য রাখলে হবে না। কর্মীদের সঙ্গে যাদের লিংক আছে। রাজ্যে চার জন মন্ত্রী ছিল, তারা কোথাও ঘোরেনি। তার ফল আমরা পেয়েছি।’
কেন্দ্রে মন্ত্রিত্বের দাবি জানিয়ে সৌমিত্র খাঁ বলেন, ‘মন্ত্রিত্ব ব্যাপারটা দলের ওপর নির্ভর করে। তবে আমি আশাবাদী। কারণ আমার মতো ছেলেদের যদি না দেওয়া হয়, রাঢ় বাংলায় আসন জেতার স্বপ্ন অধরাই থেকে যাবে। নেতারা যদি সঠিক যুবাদের বেছে নিতে না পারে তাহলে ভয়ঙ্কর ক্ষতি হবে। ১৯৮৪ সালে আমরা কংগ্রেসে ১৬টা আসন পেয়েছিলাম। তার মধ্যে কংগ্রেস আজকে ১-এ নেমে এসেছে। দলকে কিছু সিদ্ধান্ত বুঝে নিতে হবে। যারা লড়াকু নেতা, জনতা যাদের পছন্দ করে, প্রতিকূলতার মধ্যেও লড়াই করে জিতে আসে। তাদের জায়গা দিতে হবে। একক নেতৃত্বের ওপর হবে না।’
আরও পড়ুন - হারের পর বিস্ফোরক দেবাংশু, দলের নেতাদের বিরুদ্ধেই উগরে দিলেন ক্ষোভ, কী বললেন?
বিষ্ণুপুর কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে ৫,৫৬৭ ভোটে হারিয়েছেন সৌমিত্র খাঁ। এই নিয়ে তৃতীয় বার সাংসদ নির্বাচিত হলেন তিনি। রাজ্যে আর কোনও বিজেপি সাংসদ ৩ বার সাংসদ নির্বাচিত হননি।