ফের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, যোগ্য ব্যক্তিরা বাড়ি না পেলেও বাড়ি পেয়েছেন পেশায় শিক্ষক তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর। যাঁর রয়েছে পাকা দোতলা বাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পৌরসভায় শোরগোল পড়েছে। ওদিকে পুরপ্রধানের দাবি, যোগ্যরা বাড়ি পাননি এমন ঘটনা দেখান দেখি।
আরও পড়ুন - আবাসের ঘর পাওয়ার জন্য দেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে TMC নেতার মারে মৃত্যু বৃদ্ধের
পড়তে থাকুন - 'বাংলাদেশে হিন্দুর ওপর অত্যাচার চলছে, আর পশ্চিমবঙ্গে বিভিন্ন সীমান্তে উৎসব চলছে'
জগলযিনি কিনা পেল্লায় দোতলা বাড়ির মালিক। ওদিকে পৌরসভার বহু কাঁচা বাড়ির বাসিন্দারা পাকা ঘর পাননি। ঝড় বৃষ্টিতে কোনও ক্রমে ত্রিপল টাঙিয়ে বাস করছেন তাঁদের অনেকে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা এই ভাঙাচোরা ঘরে থাকি। আমাদের খাস জমি দেবে বলে মদ – মাংস খাওয়াতে বলেছিল। আমরা খরচ করে তৃণমূল নেতাদের সে সব খাওয়াই। তার পরেও জমি পাইনি। এর পর ঘর দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকায় চায়। আমরা অত টাকা কোথায় পাব?
আরও পড়ুন - 'মুখ্যমন্ত্রী মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছেন, সিমি,হুজির নেতাদের টিকিট দিয়েছেন'
যোগ্যরা বাড়ি না পেলেও পাকা বাড়ির মালিক তৃণমূল কাউন্সিলরের স্ত্রী কী করে পেলেন তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে রামজীবনপুর জুড়ে। বিজেপির দাবি, দুর্নীতি যে হচ্ছে তা পুরসভা ও বিডিওকে জানানো হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। তৃণমূল নেতারা মিলে মিশে সরকারি টাকা আত্মসাৎ করছে।
ওদিকে পুরপ্রধান কল্যাণ তিওয়ারি বলেন, যোগ্য লোক ঘর পায়নি এমন ঘটনা দেখান দেখি। যা যে কজন বাকি আছে তাদের ঘর দেওয়ার জন্য সমীক্ষা চলছে।