নিজেকে প্রমাণ করেই যে তিনি পদ পেতে চান তিনি। মঙ্গলবার বিজেপিতে যোগদানের পর প্রথম জনসভায় এমনটাই বোঝাতে চাইলেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, ‘দলকে বলবো, বিধানসভা নির্বাচনে আমাকে টিকিট দেওয়ার দরকার নেই।’ শুভেন্দুর ঘোষণাকে কটাক্ষ করেছে তৃণমূল।
তিনি বিজেপিতে যোগদানের পর থেকেই তাঁকে নন্দীগ্রামে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল। পালটা শুভেন্দুকে নির্বাচনে বিজেপি তাদের মুখ করতে পারে বলে গুঞ্জন চলছে। এসবের মধ্যে বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দুর মন্তব্যে শুরু হল জল্পনা।
মঙ্গলবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে বিজেপির সভায় শুভেন্দু বলেন, ‘পার্টিকে বলবো আমাকে এমএলএ টিকিট দেওয়ার দরকার নেই। ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টা খাটবো। যেখানে বলবেন সেখানে যাবো। এদের বিসর্জন দিতে যা করার করবো।’
বিশেষজ্ঞদের মতে, এদিন শুভেন্দু বোঝাতে চেয়েছেন, পদ নয়, তাঁর কাছে তৃণমূল বিরোধী লড়াই অগ্রাধিকার। যদিও তা মানতে নারাজ তৃণমূল। দলের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে কটাক্ষ করে বলেন, ‘নন্দীগ্রামে প্রার্থী হতে ভয় পাচ্ছেন? পায়ের তলায় যে জমি নেই তা টের পেয়ে গিয়েছেন।’