বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সায়ন্তিকার মতো লোক চাই, বাঁকুড়ায় বললেন মমতা

সায়ন্তিকার মতো লোক চাই, বাঁকুড়ায় বললেন মমতা

কোলাজে মমতা ও সায়ন্তিকা। ফাইল ছবি

গত লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় শোচনীয় ফল হয়েছে তৃণমূলের। সারা রাজ্যে ঘাসফুল ফুটলেও তৃণমূলের বিজয়রথ থেমে গিয়েছে বাঁকুড়া ও পুরুল্যায়। তার পর থেকে মাঠে ময়দানে তৃণমূলের অনেক নেতা-কর্মীকে দেখা যাচ্ছে না বলে দাবি করে এদিন তাদের ভোকাল টনিক দেন মমতা।

কোনও পোড় খাওয়া রাজনৈতিক কর্মী নয়। তাঁর চাই সায়ন্তিকার মতো লোক। বুধবার বাঁকুড়ায় দলীয় সভায় এমনটাই বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতার মুখে রাজনীতিক – অভিনেত্রী সায়ন্তিকার ভূয়সী প্রশংসা শোনা যায়। বলেন, ‘ভোটে হেরে গিয়েও সায়ন্তিকা রোজ এখানে আসে। এরকম লোকই চাই।’

গত লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় শোচনীয় ফল হয়েছে তৃণমূলের। সারা রাজ্যে ঘাসফুল ফুটলেও তৃণমূলের বিজয়রথ থেমে গিয়েছে বাঁকুড়া ও পুরুল্যায়। তার পর থেকে মাঠে ময়দানে তৃণমূলের অনেক নেতা-কর্মীকে দেখা যাচ্ছে না বলে দাবি করে এদিন তাদের ভোকাল টনিক দেন মমতা। বলেন, ‘ভোটে হেরে গিয়েছেন বলে তো এক বছর কোনও কাজ করেননি। হেরে গিয়েও দিদি যদি এখানে আসতে পারে তাহলে আপনারা কেন যাবেন না মানুষের কাছে? দরজায় দরজায় যান। আদিবাসীদের কাছে যান। সমস্যার সমাধান করুন। পাশে থাকুন।’

২০২১ বিধানসভা নির্বাচনের দিন কয়েক আগে তৃণমূলে যোগদান করেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে টিকিট দেয় তৃণমূল। নির্বাচনে বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার কাছে ১৪৬৮ ভোটে পরাজিত হন তিনি।

 

 

বন্ধ করুন