দাদার গ্রেফতারির পালচা শুভেন্দু অধিকারীর গ্রেফতারি দাবি করলেন সন্দেশখালির তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহানের ভাই শেখ আলমগির। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, শেখ শাহজাহান গ্রেফতার হলে যাদের ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে তারা বাইরে ঘুরে বেড়াবে কেন?
আরও পড়ুন: ‘BJP এবং সন্দেশখালির মহিলাদের আন্দোলনের জন্য…’ শাহজাহানের গ্রেফতারি নিয়ে সুকান্ত
এগিন সরবেড়িয়ার আকুঞ্জিপাড়ায় নিজের ভিটেয় দাঁড়িয়ে শাহজাহানের চোট ভাই আলমগির বলেন, ‘আমরা জানতাম না তিনি কোথায় আছেন। আমাদের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। পারিবারিকভাবে আমরা নিশ্চিন্ত হলাম, তিনি আছেন ও এলাকাতেই ছিলেন। রাজ্যের মধ্যে কোনও জায়গায় ছিলেন। উনি বার বার আগাম জামিনের জন্য চেষ্টা করছিলেন। পুলিশ তার কাজ করেছে। তার নামে যে অভিযোগগুলো নিয়ে এসেছে নিশ্চই তা প্রমাণ করবে। পুলিশ, প্রশাসন ও আদালত বিষয়গুলো দেখবে। কোর্টে প্রমাণ করুক। যদি কেউ দোষী হয়, অবশ্যই আমরা দোষী বলে মেনে নেব। তবে দোষী যদি না হয়, যদি মিথ্যেভাবে শ্লীলতাহানি, লিজের টাকা না দেওয়া, মিথ্যে ভাবে জমি অধিগ্রহণ করার অভিযোগ যদি প্রমাণ না করতে পারে, যারা অভিযোগ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা মানহানির মামলা করব’।
আরও পড়ুন: ‘আমার কথা সত্যি হল তো’, শাহজাহান গ্রেফতারের পর বললেন সিপিএম নেতা নিরাপদ সর্দার
অভিযুক্ত তৃণমূলি গুন্ডা শাহজাহানের ভাইয়ের দাবি, ‘আইন যেন সবার জন্য সমান হয়। একদিকে যেমন শেখ শাহজাহানের বাড়িতে বিনা নোটিশে ইডি চলে আসে, তার পর কোনও তথ্য না পেয়ে ফিরে যেতে হয়, আরেকদিকে সারা দেশ দেখেছে, আজকে যারা বিরোধী দলনেতাসহ বড় বড় পদে বসে রয়েছে তারা হাতে করে টাকা নিচ্ছে। তাদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হচ্ছে না। আমরা বিচারপতির কাছে অনুরোধ করব তাদের জন্যও যেন আইন সমানভাবে প্রয়োগ করা হয়। শেখ শাহজাহান যদি রেশন দুর্নীতিতে যুক্ত হন, তাহলে সাজা পাবেন। যাদের টাকা নিতে দেখা গেছে তারা যেন বাইরে না ঘোরে। তারা যেন ভিতরে থাকে’।