রাজ্যে রামনবনী পালনে যে বাধা দেবে তাকে ছুড়ে ফেলা হবে। রামনবমীতে পুলিশি বিধিনিষেধকে চ্যালেঞ্জ করে একথা বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে নিউ টাউনের ইকো পার্কে মর্নিং ওয়াকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। দিলীপবাবুর সাফ কথা, হিন্দুরা কী করবে না - করবে তা বলার অধিকার পুলিশের নেই।
আরও পড়ুন - বিজেপির ভোটারদের পেটাতে শান্তির ছেলেদের পোলিং এজেন্ট করে তৃণমূল: শুভেন্দু
আরও পড়ুন - ফের বেনিয়ম! রাজ্যে আরও একটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট
আরও পড়ুন - সুপারিশ তালিকায় একাধিক প্রভাবশালীর নাম, সিবিআইয়ের ডাক পড়তে পারে যে কোনও দিন
এদিন দিলীপবাবু বলেন, ‘রামনবমী পালন করার অধিকার সমস্ত হিন্দুর অধিকার রয়েছে। হিন্দুদের বলব, আপনারা পুলিশকে জানিয়ে রামনবমী পালন করুন। পুলিশ যদি বাধা দেয় সারা দিন থানা ঘেরাও করে রাখুন। হিন্দুরা কী করবে না - করবে তা বলার অধিকার পুলিশের নেই। হিন্দুদের উৎসব শান্তিপূর্ণভাবে হোক, এটা দেখার দায়িত্ব সরকার ও পুলিশের।’
এর পরই তিনি বলেন, ‘অস্ত্র নিয়ে বেরবো আমরা। খড়গপুরের ট্র্যাডিশন আছে, আখড়া বেরোবে। সেখানে অস্ত্র থাকবে। এটা আমাদের ওখানকার ট্রাডিশন। ব্রিটিশরা বন্ধ করতে পারেনি, পাঠানরা বন্ধ করতে পারেনি, যদি এরা বন্ধ করতে চান এদেরকে ছুঁড়ে ফেলা হবে।’
আগামী ৬ এপ্রিল রামনবমী উপলক্ষ্যে রাজ্যে পথে নামতে চলেছে বিভিন্ন হিন্দু সংগঠন। প্রথা মেনে তাদের অনেকেই অস্ত্রমিছিলের ঘোষণা করেছে। ওদিকে বিজেপির দাবি, রামনবমীতে বিভিন্ন জায়গায় বিধিনিষেধ জারি করেছে পুলিশ। এবার দিলীপ ঘোষের সাফ কথা, রাম নবমীর মিছিলে বাধা দিয়ে ছুড়ে ফেলবেন তাঁরা।