বাংলাদেশি পরিচয়ে গণধর্ষণের হুমকি দিয়ে প্রৌঢ়ার বাড়ির দরজায় চিঠি সাঁটানোর অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাবরা থানা এলাকার আক্রমপুর এলাকায়। এই ঘটনায় হাবরা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, আক্রমপুর এলাকার বাসিন্দা ওই মহিলা স্বামী ও ছেলের সঙ্গে থাকেন। বৃহস্পতিবার তিনি ঘরের দরজা বন্ধ করে কোথাও গিয়েছিলেন। ফিরে এসে দেখেন দরজায় সাঁটানো রয়েছে ২ পাতার চিঠি। তাতে প্রৌঢ়াকে হুমকি দেওয়া হয়েছে ৭ দিনের মধ্যে ১৫ জন মিলে গণধর্ষণ করবে মহিলাকে। চিঠির নীচে লেখা ছিল, ইতি - আজিদ, বাংলাদেশ। দরজার নীচে রাখা ছিল একটি মদের বোতল।
এই চিঠি দেখে আতঙ্কিত হয়ে পড়েন মহিলা। সঙ্গে সঙ্গে স্বামীকে ফোন করেন তিনি। স্বামী বাড়ি ফিরলে হাবরা থানায় গিয়ে তিনি অভিযোগ দায়ের করেন। কে বা কারা তাঁকে ধর্ষণের হুমকি দিয়েছেন তা অবশ্য বলতে পারেননি তিনি। পুলিশ তা খতিয়ে দেখছে।
মহিলা জানিয়েছেন, ‘আমার স্বামী ও ছেলে কাজে বেরিয়ে যায়। সারাদিন আমি একাই বাড়িতে থাকি। এই চিঠি দেখে আমি ভয়ে ঠকঠক করে কাঁপছি। কে বা কারা এই চিঠি দিল তা পুলিশ অবিলম্বে খতিয়ে দেখুক।’