বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Akhil Giri Latest Update: ‘মন্ত্রিত্ব ছাড়ব, ক্ষমা চাইব না,’ অনড় অখিল 'স্যার', কী বলছেন মহিলা রেঞ্জার?

Akhil Giri Latest Update: ‘মন্ত্রিত্ব ছাড়ব, ক্ষমা চাইব না,’ অনড় অখিল 'স্যার', কী বলছেন মহিলা রেঞ্জার?

অখিল গিরি ও রেঞ্জার মনীষা সাউ। সংগৃহীত ছবি

অখিল বলেন, মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি একেবারেই অনুতপ্ত নয়। মন্ত্রিত্ব ছাড়াটা বড় ব্যাপার নয়।

সরানো হবে অখিল গিরিকে। কঠোরতম সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে তৃণমূল। ঘরে বাইরে সমালোচনার মুখে পড়ে কার্যত নজিরবিহীন সিদ্ধান্তের পথে তৃণমূল। গত ১৩ বছরে এত বড় সিদ্ধান্ত নেয়নি তৃণমূল। কিন্তু কর্তব্যে অবিচল যে রেঞ্জারকে অখিল গিরি, বেয়াদপ, জানোয়ার বলে উল্লেখ করেছিলেন সেই রেঞ্জার এবার কী বলছেন? 

সংবাদমাধ্যমে কাঁথির রেঞ্জার মনীষা সাউ বলেন, দোকানগুলো নতুন বসানো হয়েছিল। সব কাঁচা বাঁশ দেখেছেন। এই সামনের দোকানগুলো।

 তবে অখিল গিরিকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার নির্দেশ ও মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ প্রসঙ্গে মনীষা সাউ বলেন, এসব নিয়ে কিছু বলব না। এটা ওনাদের ব্যাপার। আমাদের কাজ হল ল্যান্ডকে বাঁচানো। 

বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সরকারি জমিকে জবরদখল মুক্ত করতে। বনদফতরের রেঞ্জার সেই  নির্দেশই পালন করতে গিয়েছিলেন। আর সেই রেঞ্জারকে রীতিমতো শাসালেন অখিল গিরি। 

সংবাদমাধ্যমে অখিল গিরি বলেন, সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাইব না। রেঞ্জ অফিসারের কাছে ক্ষমা চাইব না। আমার কাছে নির্দেশ যখন এসেছে তখন পদত্যাগপত্র পাঠিয়ে দেব। মেল করে পাঠিয়ে দেব। সেই সঙ্গেই অখিল গিরি জানিয়ে দেন, মন্ত্রিত্ব ছাড়া আমার কাছে কোনও ব্যাপার নয়।  

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, মুখ্য়মন্ত্রী তো বিবেকবান হতে বলেছেন। বিত্তবান হতে বলেননি। কিন্তু যাদের দোকান চলে যাচ্ছিল সেই পরিবারগুলির প্রতি মানবিক হওয়া দরকার ছিল।

প্রশ্ন করা হয়েছিল মন্ত্রিত্ব ছাড়া নিয়ে তিনি কি অনুতপ্ত? 

অখিল বলেন, মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি একেবারেই অনুতপ্ত নয়। মন্ত্রিত্ব ছাড়াটা বড় ব্যাপার নয়। গ্রামের মানুষ বলছেন বনদফতরের লোকজন কীভাবে টাকা নিয়ে দোকান বসিয়েছেন সেটা দেখে নিন। 

কার্যত খোদ তৃণমূল সুপ্রিমোর নির্দেশটাই অখিলের কাছে পৌঁছে দিয়েছিলেন সুব্রত বক্সি। তারপরেও তাঁর নিজের অবস্থানে অনড় অখিল গিরি। 

কারামন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তৃণমূল। তারপরেও অনুতপ্ত নন অখিল গিরি। 

অখিল গিরি বলেন, আমি অনুগত সৈনিক। যখন যা নির্দেশ দিয়েছে তা করেছি। রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে যা করার করব। আমার কোনও কষ্ট হচ্ছে না। 

এর আগেও রাষ্ট্রপতি সম্পর্কে কুকথা বলেছিলেন অখিল গিরি। এরপর খোদ মুখ্যমন্ত্রী এনিয়ে অখিল গিরির হয়ে ক্ষমা চেয়েছিলেন।

সেই প্রসঙ্গে অখিল গিরি বলেন, কখনও কখনও মুখ থেকে বেরিয়ে পড়ে। যে কথাগুলো উচ্চারণ করে ফেলি সেটা পরবর্তী সময়ে মনে হয় ভুল। আমি আমার রাজনৈতিক জীবনে কোনও আধিকারিকের কাছে ক্ষমা চাইনি। ক্ষমা চাইব না।  

বাংলার মুখ খবর

Latest News

বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও ১২ বছর ধরে প্রতিদিন মাত্র ৩০ মিনিট ঘুমোন ব্যবসায়ী! কীভাবে সম্ভব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.