বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > এবার চিন্তাভাবনা করব! বাবুল তৃণমূলে যেতেই ফের বেসুরো রায়গঞ্জের বিজেপি বিধায়ক

এবার চিন্তাভাবনা করব! বাবুল তৃণমূলে যেতেই ফের বেসুরো রায়গঞ্জের বিজেপি বিধায়ক

উত্তর দিনাজপুরের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী

দলের সমস্ত কাজকর্ম থেকেও নিজেকে বিরত রেখেছেন তিনি।

গত কয়েকদিন ধরেই দলের একাংশের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দলের জেলা সভাপতি ও দলীয় সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধেও সরাসরি মুখ খুলেছিলেন তিনি। দলের সমস্ত কাজকর্ম থেকেও নিজেকে বিরত রেখেছেন তিনি।  এদিকে এবার বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় সরাসরি তৃণমূলে যোগ দিতেই কৃষ্ণ কল্যানীর সুর যেন সপ্তমে চড়েছে। দলের বিরুদ্ধে একেবারে বেসুরো আওয়াজ তুলেছেন কৃষ্ণ কল্যানী।

 রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক। তিনি এদিন বলেন, ‘কারা অসম্মানিত হচ্ছেন সেটা দেখা দরকার। যারা দল ছাড়ছেন তারা অসম্মানিত হয়ে ছাড়ছেন। আমি দলের সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রেখেছি। আমি দলকে সময় দিয়েছি। আমার প্রতিবাদ আমি জানিয়েছি। সেই সময়সীমার মধ্যে দল যদি সিদ্ধান্ত না নেয় তখন আমি নিশ্চয় চিন্তাভাবনা করব।’ তবে কি তিনি তৃণমূলে যোগদান করবেন? বিজেপি বিধায়কের দাবি,'সময়ের অপেক্ষা করুন চিন্তাভাবনা করছি। সঠিক সময় এলেই সব জানা যাবে।' 

এদিকে কৃষ্ণ কল্যাণীর এই দাবিকে ঘিরে গেরুয়া শিবিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। তাঁকে আদৌ দলে ধরে রাখা যাবে কি না তা নিয়ে জোরালো সংশয় তৈরি হয়েছে বিজেপির অন্দরে। ঠিক কবে তিনি তৃণমূলে যাবেন সেটাই এখন জানার চেষ্টা করছেন বিজেপির স্থানীয় নেতা কর্মীরা। তবে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপিতে ভালো মানুষরা কেউ থাকতে পারবেন না। তিনি তৃণমূলে এলে স্বাগত জানাব।

 

বন্ধ করুন