বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘ওদের চামড়া গুটিয়ে নেব, হুমকি তৃণমূলের জেলা সভাপতির’

‘ওদের চামড়া গুটিয়ে নেব, হুমকি তৃণমূলের জেলা সভাপতির’

‘ওদের চামড়া গুটিয়ে নেব, হুমকি তৃণমূলের জেলা সভাপতির’

গত ৪ সেপ্টেম্বর রাতে। সেদিন রাত দখলের কর্মসূচির পর দেখা যায় শহরের রাস্তায় পড়ে রয়েছে সারি সারি তৃণমূলের পতাকা। ডিভাইডারে বাঁধা তৃণমূলের পতাকাগুলো খুলে রাস্তায় ফেলেছে কেউ বা কারা। সেই ঘটনার প্রতিবাদে শনিবার শহরে সভা করে তৃণমূল। সভায় এই ঘটনার প্রতিবাদে মুখ খুলতে গিয়ে প্রতিবাদীদেরই হুমকি দেন তিনি।

এবার প্রতিবাদীদের সিপিএম ও বিজেপি সমর্থক বলে দাবি করে তাদের পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দিলেন তৃণমূলের এক জেলা সভাপতি। প্রতিবাদীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মালদা জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সির বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় মালদা শহরে দলীয় এক সভা থেকে এই হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন - 'নিরপেক্ষভাবে কাজ করুন, নইলে পুলিশকর্মীদের নিম গাছে বেঁধে রাখব'

পড়তে থাকুন - অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগ ভুয়ো, অভিষেকের পোস্টের জবাব দিলেন আরজি করের সুপার

 

রহিম বক্সি বলেন, ‘যখন মানুষকে তারা সংগঠিত করতে পারছে না, যখন তারা মালদা জেলায় মানুষের সমর্থন পাচ্ছে না, যখন মালদা জেলার শুভবুদ্ধসম্পন্ন মানুষ বিজেপি সিপিএমের পতাকাতলে সমবেত হচ্ছেন না তখন আমাদের পতাকা ছিঁড়ে নিজেদের পতাকা লাগানোর চেষ্টা করেছিল। তৃণমূল কংগ্রেসের এই একটা পতাকা তোমার বিজেপির ৫০টা কর্মীর চামড়া টেনে নামিয়ে দেবে তৃণমূল কংগ্রেস কর্মীরা।’

ঘটনার সূত্রপাত গত ৪ সেপ্টেম্বর রাতে। সেদিন রাত দখলের কর্মসূচির পর দেখা যায় শহরের রাস্তায় পড়ে রয়েছে সারি সারি তৃণমূলের পতাকা। ডিভাইডারে বাঁধা তৃণমূলের পতাকাগুলো খুলে রাস্তায় ফেলেছে কেউ বা কারা। সেই ঘটনার প্রতিবাদে শনিবার শহরে সভা করে তৃণমূল। সভায় এই ঘটনার প্রতিবাদে মুখ খুলতে গিয়ে প্রতিবাদীদেরই হুমকি দেন তিনি।

আরও পড়ুন - 'আরজি করের নতুন মেশিনগুলো সব নিজের নার্সিংহোমে লাগিয়েছে'

পরে অবশ্য নিজের অবস্থান পরিষ্কার করে রহিম বক্সি বলেন, আন্দোলনকারীদের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু সেদিন মিছিলের পর সিপিএম ও বিজেপির কিছু লোক তৃণমূলের পতাকা খুলে রাস্তায় ফেলে দেয় তাদলে তাদের চামড়া আমাদের কর্মীরা খুলে নেবে।

 

বাংলার মুখ খবর

Latest News

কোন মন্ত্রে শতশত বছর ধরে টিঁকে ভারতের মন্দিরগুলি? 'বিস্ময়' ফুটিয়ে তুলবে এই পুজো পুজোয় মুখের উজ্জ্বলতা বাড়াতে খাদ্যতালিকায় রাখুন এই রস! কম খরচেই হবে বাজিমাত ED-র গুঁতোয় জেরবার Bookmyshow, কোল্ডপ্লে শোর টিকিট ব্ল্যাক নিয়ে FIR সংস্থার 'অত সময় নেই', বললেন আঁকা শুরুর আগে, শেষ পর্যন্ত ক্যানভাসে কী ফুটিয়ে তুললেন মমতা? ‘আড়িয়াদহের জয়ন্তর মতো এ আরেকটা বড় লুম্পেন’ চুমু খেলেই মৃৃত্যু হতে পারে! ঠোঁটে ঠোট লাগানোর আগে তিন শর্ত দিলেন তরুণী দেবের সঙ্গে তাঁর ঝগড়ায় সেতুবন্ধনের কাজ কে করে? খোলসা করলেন রুক্মিণী পুজোর মুখে দার্জিলিংয়ে আরও দুর্যোগ, ধসের পর এবার জলের তোড়ে ভেসে গেল সেতু পুজোয় একটু মিষ্টিমুখ না হলে চলে ? বাড়িতেই বানিয়ে নিন নবদ্বীপের মিষ্টি দই ১২ বছরেও MBBS-এ পাশ করতে পারেনি, তার ‘চিকিৎসায়’ মারা গেল রোগী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.