বন্ধ ফ্ল্যাটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল অসীতিপর বৃদ্ধের। ঘটনা উত্তর ২৪ পরগনার ইছাপুরের হরিসভা এলাকার। মৃতের নাম রঞ্জিত ধর চৌধুরী (৭২)। বুধবার রাতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
প্রতিবেশীরা জানিয়েছেন, রঞ্জিতবাবু ফুড করপোরেশন অফ ইন্ডিয়ায় কাজ করতেন। অবসরের পর ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। ১২ বছর আগে তিনি চলাফেরার ক্ষমতা হারান। বিছানাতেই কাটত গোটা দিন।
মোটর ট্রেনিং স্কুলের আড়ালে চলত জালিয়াতি চক্র, উল্টোডাঙায় ED হানায় মিলল নয়া তথ্য
রঞ্জিতবাবুর ভাই বরুণ ধর চৌধুরী জানিয়েছেন, দাদার দেখভালের জন্য একজন পরিচারিকা রয়েছে। বুধবার রাতে তিনি কাজ সেরে বেরিয়ে গেলে আমি দরজা বাইরে থেকে বন্ধ করে কেনাকাটা করতে গেছিলাম। ফিরে দেখি ধোঁয়া বেরোচ্ছে। এর পর দমকলে খবর দিই। দমকল কর্মীরা এসে দরজা ভেঙে দাদার দগ্ধ দেহ উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে বিএন বসু মহকুমা হাসপাতালে পাঠায়।
প্রাথমিক তদন্তে পুলিশ কর্মীদের অনুমান, ঘরে মশা তাড়ানোর ধূপ জ্বালানো ছিল। তাছাড়া বরুণবাবু ধূমপায়ী। ফলে মশা তাড়ানোর ধূপ বা সিগারেট থেকে আগুন লেগে থাকতে পারে। ঘটনায় শোকবিহ্বল স্থানীয়রা। কী ভাবে আগুন লাগল তা জানতে যৌথভাবে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।