বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > শিলিগুড়তে কালী মন্দিরে চুরির চেষ্টা, মূর্তি ভেঙে রেখে গেল দুষ্কৃতীরা
কালীমন্দিরে চুরির চেষ্টাকে কেন্দ্র করে সাতসকালে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির গেটবাজারে। মন্দিরের তালা না ভাঙতে পারলেও লম্বা বাঁশ দিয়ে মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।
মঙ্গলবার সকালে গেটবাজারের বাসিন্দারা দেখেন স্থানীয় শিবশক্তি কালীমন্দিরে উপুড় হয়ে পড়ে রয়েছে প্রতিমা। মন্দিরের সামনে রাখা একটি বাঁশ। তবে চোরেরা কোনও তালা ভাঙতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে মন্দির থেকে কিছু খোয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামার পরিকল্পনা করেছে তারা। স্থানীয়দের দাবি, এর আগে সাতবার চুরি হয়েছে এই মন্দিরে।
বাংলার মুখ খবর