আমাকে প্রাণে মারার পরিকল্পনা ছিল। সোমবার তাঁর বাসভবনে দলেরই নেতাকর্মীদের একাংশের হামলার ঘটনায় এমনই দাবি করলেন তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। এই ঘটনায় যুক্ত সন্দেহে সোমবার রাতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত মোস্তাফা শেখ হৃদরোগে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন।
সোমবার রাতে ভগবানগোলার সুবর্নমৃগী, ডাকবাংলো এলাকায় স্থানীয় বিধায়ক ইদ্রিশ আলির বাসভবনে হামলা চালায় একদল তৃণমূলকর্মী। তাদের দাবি, টাকার বিনিময়ে দলীয় পদ বিক্রি করেছেন ইদ্রিশ। এই অভিযোগে বাড়ির সামনে রাখা প্লাস্টিকের চেয়ার, বিধায়কের গাড়ি ভাঙচুর করে তারা। তখন ওই বাসভবনেই ছিলেন ইদ্রিশ আলি। ভাঙচুর রুখতে গিয়ে আক্রান্ত হন বিধায়কের ২ সহযোগী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভগবানগোলা থানার পুলিশ। এর পর এলাকা ছাড়ে হামলাকারীরা। রাতে তৃণমূলের স্থানীয় কুঠিরামপুর অঞ্চল সভাপতি মোস্তাফা শেষসহ অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন বিধায়কের আপ্তসহায়ক। তল্লাশিতে নেমে ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
গরুপাচার কাণ্ডে আবার তলব করা হল অনুব্রত মণ্ডলকে, নোটিশ দিল সিবিআই
সকালে এক সাংবাদিক বৈঠকে ইদ্রিশ আলি বলেন, ‘ব্লক সভাপতি করার কোনও অধিকার আমার নেই। ৫০ বছরের রাজনৈতিক জীবনে কোনও দিন কারও কাছ থেকে টাকা নিইনি। কেউ বলতে পারবে না যে আমি টাকা নিয়ে বহু কিছু করে ফেলেছি’। তাঁর দাবি, ‘পঞ্চায়েত সমিতির সদস্য গুলাব শেখ তো চিৎকার করে বলেছে, ছেড়ে দেও ইদ্রিশ আলিকে। ওকে খুন করব’।
তৃণমূল সূত্রে খবর, খুব তাড়াতাড়ি মুর্শিদাবাদ জেলায় একাধিক ব্লক সভাপতি বদল হবে। সেই তালিকায় রয়েছে ভগবানগোলা ১ নম্বর ব্লকের নামও। সেখানে বর্তমান ব্লক সভাপতি আফরোজ সরকারকে সরিয়ে অন্য কাউকে ব্লক সভাপতি করা হতে পারে বলে তৃণমূল সূত্রের খবর। ওদিকে আফরোজ সরকারের দাবি, তাঁকে ব্লক সভাপতির পদে রেখে দেওয়ার জন্য ৫০ লক্ষ টাকা দাবি করেছেন ইদ্রিশ আলি। তিনি অত টাকা দিতে পারেননি। এর পর সাবিরুল ইসলাম নামে এক তৃণমূল নেতার কাছ থেকে ৪৫ লক্ষ টাকা নিয়েছেন ইদ্রিশ। আরও কয়েকজনের কাছ থেকে ব্লক সভাপতি করার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলেছেন বিধায়ক। তারাই তাঁর বাসভবনে হামলা চালিয়েছে।
BJP-র সঙ্গে 'ব্রেকআপের' জল্পনা, রাজ্যপালের সময় চাইলেন নীতিশ: সূত্র
ওদিকে ঘটনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন মোস্তাফা শেখ। পুলিশ সূত্রে খবর, শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে জেরা করা হবে।