বাবা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের পক্ষ নিয়ে এবার ব্যাট ধরেছেন তাঁর পুত্র সায়ন্তন গুহ। বাবার বিরুদ্ধে কেউ তথ্য় প্রমাণ ছাড়া মন্তব্য করলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রীপুত্র সায়ন্তন। তিনি সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, উদয়ন গুহের বিরুদ্ধে অভিযোগ তোলার সময় তথ্য়প্রমাণ দেখাতে না পারলে কোর্টে দেখা হবে।
তবে সূত্রের খবর, বাবা কমল গুহকে নিয়ে উদয়ন গুহের মন্তব্যকে ঘিরে কিছুটা অস্বস্তিতেই পড়েছেন তাঁর ঘনিষ্ঠরা। এমনকী তাঁর পুত্রও ঘনিষ্ঠমহলে দাবি করেছেন, বাবা এমনটা প্রকাশ্য়ে না বললেই পারতেন। তবে বিরোধীদের দাবি, দলের সুপ্রিমোকে তুষ্ট করতে বাবাকে টেনে আনতেও দুবার ভাবেননি উদয়ন গুহ। তবে সায়ন্তন অবশ্য সম্প্রতি ফেসবুকে লিখেছিলেন, এই বর্তমান পরিস্থিতিতে দাদুর প্রসঙ্গ না এলেই ভালো হত। মাই ফার্স্ট হিরো কমল গুহ। এখানেই প্রশ্ন উঠছে তবে কি কৌশলে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন সায়ন্তন? সেই সঙ্গে এই বিতর্কের রেশ যাতে আর বেশি দূর না গড়ায় সেকারণে সেকারণেই কি এবার আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন সায়ন্তন?
কী বলেছিলেন উদয়ন গুহ?
সম্প্রতি উদয়ন গুহ জানিয়েছিলেন, আমি আবারও বলছি বাম আমলে কোটা সিস্টেম ছিল। সেই সিস্টেমে বাম আমলে চাকরি হয়েছে। ফরোয়ার্ড ব্লক তার ভাগ পেয়েছে। কোচবিহারের জেলা সম্পাদক হিসাবে বাবাকেও সেই লিস্ট এনডোর্স করতে হয়েছে। এরপর আমি যখন জেলা সম্পাদক ছিলাম তখন আমাকেও এনডোর্স করতে হয়েছে। জেনেবুঝে করেছি। ভালো প্রার্থী থাকা সত্ত্বেও দলের স্বার্থে এটা করতে হয়েছে। তাদের চাকরি দিতে হয়েছে। আবারও বলছি সুযোগ পেলে দলের ছেলেদের চাকরি এখনও আমরা দিই। আমি মন্ত্রী হিসাবে দলের তিনজনকে অ্য়াটেনডেন্ট হিসাবে নিয়োগ করেছি। তবে তার সঙ্গেই তিনি বলেছেন কোনও আর্থিক লেনদেনের সঙ্গে বাবা কমল গুহ যুক্ত ছিলেন না।
এরপর এনিয়ে তীব্র বিতর্ক দানা বাঁধে। বাম আমলের দুর্নীতির প্রসঙ্গে সায়ন্তন অবশ্য বাবার পাশে দাঁড়িয়েছিলেন। তবে বিরোধীরা আবার উদয়ন গুহের বিরুদ্ধে বাম আমলের বীজ কেলেঙ্কারির অভিযোগ করেছেন। আর এবার দিনহাটায় সাংবাদিক বৈঠক করে সায়ন্তন বলেন, আজকের পর থেকে উদয়ন গুহের বিরুদ্ধে কেউ দুর্নীতির কথা বললে প্রমাণ হাতে নিয়ে বলবেন। প্রমাণ করতে না পারলে সোজা কোর্টে দেখা হবে। যারা দুর্নীতির অভিযোগ তুলছেন তাদের সাতদিন সময় দিচ্ছি সংবাদমাধ্যমে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য। নয়তো প্রমাণ হাতে রাখুন।