বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হলে এখানে তার প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশী দেশে হিন্দুদের ওপর হামলার একের পর এক খবরের মধ্যেই এই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর সাফ কথা, বাংলাদেশে কোনও আন্দোলন হলেই সবার আগে হিন্দুরা আক্রান্ত হবেন এই ফ্যাশনটা বন্ধ হওয়া দরকার।
আরও পড়ুন - নার্সিং প্রবেশিকা পরীক্ষায় ছাত্রীদের গোপনাঙ্গ থেকে উদ্ধার হল মোবাইল ফোন
পড়তে থাকুন - বাংলাদেশে হিন্দু কোতল চলছে, ১ কোটি শরণার্থী নেওয়ার জন্য তৈরি থাকুন: শুভেন্দু
দিলীপবাবু বলেন, ‘বাংলাদেশের জনগণের সেখানকার সরকার বদলের অধিকার রয়েছে। কিন্তু যেহেতু আমাদের পড়শি দেশ তাই আমাদের ওপরে কিছুটা চাপ পড়ে। গত ৭৫ বছরের ইতিহাস বলছে, বাংলাদেশে যে কোনও বিষয়ে আন্দোলন হোক, ওখানে প্রথমে সংখ্যালঘু হিন্দুদের ওপরে আক্রমণ আসে। তাদের জমি বাড়ি সম্পত্তি তাদের মা বোনের সম্মান নিয়ে টানাটানি হয়। এবারেও শুরু হয়ে গেছে। হিন্দু মন্দির ভাঙছে, হিন্দু মহিলাদের মহিলাদের ওপর অত্যাচার করছে, হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে, হিন্দুর সম্পত্তি নষ্ট করা হয়েছে। আমি আশা করব, সেনা সেখানে ক্ষমতা হাতে নিয়েছে। তারা হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করবে। আমরা নজর রাখছি, সতর্ক আছি। কিন্তু ওখানে হিন্দুদের ওপর অত্যাচার হলে এখানেও প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেরকম কিছু হবে না বলে আশা করি।’
দিলীপ ঘোষের কথায়, ‘ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমরা গত ৭৫ বছর ধরে দেখেছি ওখানকার হিন্দু সমাজ কী করে মার খেয়ে আছে। আর যখন উপায় থাকে না তখন ভিটেমাটি ছেড়ে পালিয়ে আসে সর্বস্ব হারিয়ে। সেই ভয় থেকে সবাই বলতে শুরু করেছে, যে আবার সেই পরিস্থিতি হবে কি না। আবার উদ্বাস্তুর ঢল আসবে কি না। আমরাও সতর্ক আছি। ভারত সরকার যথেষ্ট শক্তিশালী। যদি বাংলাদেশে অত্যাচার অনাচার হয় আমি এক সময় কলকাতায় ওখানে হিন্দু সমাজকে রক্ষা করার জন্য মিছিল বার করেছিলাম। বলেছিলাম, মৈত্রী এক্সপ্রেস বন্ধ করে দেব। কারণ এখান থেকে চাল, ডাল, তেল, নুন, কাপড়, সার, কয়লা, গরু না গেলে ওখানকার জীবন চলে না। সব দিয়ে ওখানকার হিন্দু সমাজ যাদের পূর্বপুরুষ ওই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন সেই নিরীহ হিন্দুদের ওপর অত্যাচার করা, এই ফ্যাশনটা বন্ধ হওয়া উচিত।’
আরও পড়ুন - বিধানসভায় বেনজির সৌজন্য, বঙ্গভঙ্গের বিরোধিতায় শুভেন্দুর প্রস্তাব মেনে নিলেন মমতা
বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে দুর্গাপুরের বিধান নগরে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের অফিসে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে যোগদান করেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, কুলটির বিধায়ক অজয় পোদ্দার।