উপ নির্বাচনের মুখে ফের তৃণমূলকে ভোট না দিলে মহিলাদের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার হুমকি শোনা গিয়েছে শাসকদলের নেতাদের মুখে। আর তালডাংরায় উপনির্বাচনের প্রচারে গিয়ে তাদের পালটা হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিজেপি প্রার্থীর সমর্থনে এক জনসভায় তিনি বলেন, বিজেপিকে ভোট দেওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলে সেই টাকা সুদ সমেত ৭ দিনের মধ্যে উদ্ধার করে দেবেন তিনি।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘বিনপুরের সিভিক ভলান্টিয়ারের আজকে ছবি দিয়েছি আমি। বিনপুর থানার সিভিক ভোট চাইতে যাচ্ছে। বলছে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। ওর বাপের টাকা? সরকারের টাকা। আমার জেলায় ১৫টা বিধানসভায় হেরেছে। সৌমিত্র খাঁ জিতেছে। আমাদের এলাকায় একটা মা - দিদি - বোনের কোনও ভাতা - টাকা বন্ধ করার ক্ষমতা ওরা দেখাতে পারেনি। আর তালডাংরায় বিজেপিকে ভোট দেওয়ার জন্য যদি একজন মহিলার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে শুধু হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট নম্বরটা দেবেন। সুদ সহ ৭ দিনের মধ্যে যদি আদায় করতে না পারি বিরোধী দলনেতা আর কোনও দিন আপনাদের কাছে ভোট চাইতে আসবে না।’
বলে রাখি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তালডাংরায় তৃণমূল প্রার্থীর সঙ্গে প্রচারে দেখা গিয়েছে এক সিভিক ভলান্টিয়ারকে। যদিও বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন ঘটনার তদন্ত চলছে তবে সিভিক ভলান্টিয়ারের বাড়ির সামনে ঘটনাটি ঘটেছে। সম্ভবত তিনি যখন সেখানে দাঁড়িয়ে ছিলেন তখন প্রার্থীর সঙ্গে তাঁর দেখা হয়। সিভিক ভলান্টিয়ার তখন অন ডিউটি ছিলেন না। সিভিক ভলান্টিয়ারের পোশাকও পরে ছিলেন না।