বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দরকারে হাসপাতালের অ্যাম্বুলেন্স বহন করবে মৃতদেহ, সিদ্ধান্ত NBMC রোগী কল্যাণ সমিতির

দরকারে হাসপাতালের অ্যাম্বুলেন্স বহন করবে মৃতদেহ, সিদ্ধান্ত NBMC রোগী কল্যাণ সমিতির

বুধবার একটি বৈঠকে বসে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতি।

কালিয়াগঞ্জের অসীম দেবশর্মা নিজের মৃত সন্তানকে অ্যাম্বুল্যান্সের অভাবে ব্যাগে করে বাড়ি নিয়ে গিয়েছিলেন। এই ঘটরা ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় রাজ্য রাজনীতি। নিন্দায় সরব হন নেটনাগরিকেরা। মুখ্যমন্ত্রীও এ নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জরুরি পরিস্থিতিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাম্বুল্যান্সও নিয়ে যাবে মৃতদেহ। কালিয়াগঞ্জের অসীম দেবশর্মা নিজের মৃত সন্তানকে অ্যাম্বুল্যান্সের অভাবে ব্যাগে করে বাড়ি নিয়ে গিয়েছিলেন। এই ঘটরা ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় রাজ্য রাজনীতি। নিন্দায় সরব হন নেটনাগরিকেরা। মুখ্যমন্ত্রীও এ নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার পরই বুধবার একটি বৈঠকে বসে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতি। সেই বৈঠকের পর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর সঙ্গে হাসপাতালের অ্যাম্বুল্যান্স চালকদের 'দৌরাত্ম্য' নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি।

বৈঠকের পর গৌতম দেব বলেন, 'যা হয়েছে তা মোটেই কাম্য নয়। সম্পূর্ণ যোগাযোগের অভাবের কারণের এই ঘটনা হয়েছে। আগামী দিনে যাতে এই রকম ঘটনা আর না ঘটে তার জন্য আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি।'

শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন, বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে ১৪টি 'নিশ্চয়যান' অ্যাম্বুল্যান্স রয়েছে। সেগুলি এত দিন কোনও মৃতদেহ বহন করতে না। তবে এবার থেকে জরুরি পরিস্থিতি মৃতদের বহন করবে অ্যাম্বুল্যান্সগুলি। প্রসঙ্গত, অসীম দেবশর্মা অভিযোগ জানিয়েছিলেন, মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের অনেকের কাছে সাহায্য চেয়েছিলেন তিনি। কিন্তু হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয়, মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য কোনও ব্যবস্থা করে না হাসপাতাল। 

এছাড়া, শিলিগুড়ি পুরসভার দু্'টি শববহনকারী যান রয়েছে। সেগুলি শিলিগুড়ি জেলা হাসপাতালের সঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের কাজেও ব্যাবহার করা হবে। এর সঙ্গে মেয়র জেলাশাসকেও অনুরোধ করেছেন একটি শববাহী গাড়ির ব্যবস্থা করার জন্য। বুধবারের বৈঠকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার, প্রিন্সিপ্যাল ও এসডিও।

(পড়তে পারেন। এবার আসতে চলেছে ডেঙ্গুর ভ্যাকসিন, চলতি বছরের শেষেই টিকা মেলার সম্ভাবনা)

অ্যাম্বুল্যান্সের 'দৌরাত্ম্য' রুখতে কী ব্যবস্থা?

রোগী কল্যাণ সমিতির বৈঠকে অ্যাম্বুল্যান্সের 'দৌরাত্ম্য' নিয়েও আলোচনা হয়। এমনিতে হাসপাতাল ক্যাম্পাসে প্রায় শতাধিক অ্যাম্বুলেন্স থাকে। এবার সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে। হাসপাতালে চত্বরে ৩০টির বেশি অ্যাম্বুল্যান্স থাকবে না। হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, 'একটি নির্দিষ্ট সময়ে হাসপাতালের ভিতর ৩০টির বেশি অ্যাম্বুল্যান্স রাখা যাবে না। তাদের চিহ্নিতকরণের জন্য মেডিক্যাল কলেজের স্টিকার লাগানো থাকবে গাড়িতে।' 

গৌতম দেব বলেন, 'কোনও পরিবাররে অ্যাম্বুলেন্স ভাড়া করার সামর্থ্য না থাকলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে অ্যাম্বুল্যান্স জোগাড় করে দেবেন। নির্দিষ্ট সংখ্যক অ্যাম্বুল্যান্স থাকবে হাসপাতাল ক্যাম্পাসে।' অবিলম্বে বৈঠকের সিদ্ধান্তগুলিকে কার্যকরী করার কথা বলেছে রোগী কল্যাণ সমিতি।

(পড়তে পারেন। নদিয়ার দন্ত চিকিৎসককে গ্রেফতার করল দিল্লি পুলিশ, নেপথ্য কাহিনী ঠিক কী?

বাংলার মুখ খবর

Latest News

নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও ওষুধের দাম বৃদ্ধি, বেশি খরচ, বন্ধ সুযোগ- ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ‘‌দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ বেরবে’‌, চড়া সুরে আক্রমণ করলেন লকেট টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শনি, ৪ রাশির বদলাবে সময়, কাজে আসবে গতি চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.