লন্ডনের কেলগ কলেজে বক্তব্য রাখতে গিয়ে SFIএর বিক্ষোভের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর কাণ্ড, রাজ্যে বিরোধীদের ওপর পুলিশি নির্যাতন নিয়ে সরব হয়েছেন সেদেশে পাঠরত বাঙালি ছাত্ররা। জবাব দিয়েছেন মমতাও। আর বিদেশে বিক্ষোভের মুখে পড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, উনি পশ্চিমবঙ্গকে নিয়ে লোক হাসাচ্ছেন।
শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘মিথ্যা কথাই তো তিনি বলেন। আমরা মেনে নিই। কী করব? অভ্যাস হয়ে গেছে আমাদের। ওনার কথায় গুরুত্ব দিই না। কিন্তু বিদেশে গিয়ে উলটো পালটা বললে লোকে তো হাসাহাসি করবে। উনি পশ্চিমবঙ্গকে নিয়ে লোক হাসাচ্ছেন। আমার পরামর্শ, গেছেন, ভালোয় ভালোয় ফিরে আসুন। গিয়েছিলেন শান্তি পেতে। এত ঝগড়া পার্টির মধ্যে। অশান্তি তো ওখানেও। ওনার পিছনে অশান্তি তাড়া করছে। ২৬ অবধি চলবে। কিন্তু আমার পরামর্শ, ওঠার সময় দেখে বিমানে উঠবেন। কলকাতার জায়গায় সিঙ্গাপুরে না চলে যান।’
বৃহস্পতিবার লন্ডনের কেলগ কলেজে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে বিক্ষোভ দেখান সেখানে পাঠরত বামপন্থী ছাত্ররা। প্ল্যাকার্ড তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করেন তাঁরা। আরজি কর কাণ্ড নিয়ে প্রশ্ন তুলে সরাসরি বলেন, আপনি অভয়ার খুনি। জবাবে মমতা বলেন, বিষয়টি বিচারাধীন। রাজ্যে হিন্দুদের ওপর নির্যাতন নিয়েও প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী।