রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার জালি হিন্দু বলে আক্রমণ করে তাঁকে চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে বিজেপির আয়োজিত সভায় শুভেন্দুবাবু বলেন, ক্ষমতা থাকলে পুরী ধামের মতো দিঘার জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের সভায় শুভেন্দুবাবু বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি একটা জালি হিন্দু। আপনি জগন্নাথ মন্দির তৈরি করেছেন। আপনি কেন সরকারি টেন্ডারে লিখেছেন জগন্নাথ ধাম কালচারাল সেন্টার? কেন সরকারি কাগজে শ্রী জগন্নাথ ধাম টেম্পল লিখতে পারেননি? কারণ যত খুশি ভাস্কর্য করুন, আমাদের কোনও আপত্তি নেই। চার ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধাম দুটো হয় না। পুরী ধাম বদলানো যায় না। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে আপনি এখন হিন্দু সাজার চেষ্টা করছেন। না, হবে না। আপনাকে সবাই চিনে ফেলেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। অক্ষয়তৃতীয়ায় আপনি উদ্বোধন করুন। আপনি সেদিন সাংবাদিকদের বলছিলেন, এখানে পুরী ধামের মতো প্রসাদ পাওয়া যাবে। প্রত্যেক দিন ধ্বজ পরিবর্তন হবে। আচ্ছা মাননীয়া, আপনি জানেন কি, পুরী ধামে সনাতনী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ? আপনি এটা লিখতে পারবেন তো? দম আছে? অপেক্ষায় থাকলাম।’
বলে রাখি, পূর্ব মেদিনীপুরের দিঘায় সরকারি টাকায় পুরীর আদলে জগন্নাথ মন্দির বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মন্দিরের কাজ প্রায় শেষের দিকে। গত মাসে মুখ্যমন্ত্রী মন্দিরের নির্মাণকাজ পরিদর্শন করে জানান, আগামী অক্ষয় তৃতীয়ায় মন্দিরের উদ্বোধন করবেন তিনি। জগন্নাথ মন্দির হলেও সরকারি কাগজে তার নাম রাখা হয়েছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। করদাতাদের টাকায় মন্দির তৈরি করায় প্রশ্ন তুলেছে বিরোধী দল থেকে বহু সাধারণ নাগরিক।