এবার আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে তৈরি হবে অত্যাধুনিক ড্রোন। একেবারে হালকা। কিন্তু শক্তি মারাত্মক।
1/4ড্রোন তৈরিতে বড় সাফল্য। আইআইটি খড়্গপুরের সহযোগিতায় তৈরি হচ্ছে একেবারে অত্যাধুনিক ড্রোন। শুধু অত্যাধুনিকই নয়, একেবারে শক্তিশালী এই ড্রোন। অনেকটা যুদ্ধ বিমানের মতো দেখতে। পেট্রল কিংবা মিথানলে এই ড্রোন চলবে বলে খবর।
2/4একঝলক দেখলে মনে হবে ছোট্ট একটা বিমান। অনেকটা যুদ্ধ বিমানের ক্ষুদ্র সংস্করণ। এতদিন বিদেশ থেকে কেনা হত এই ধরনের ড্রোন। এবার দেশেই তৈরি হবে এই ড্রোন। একেবারে উপর থেকে ছবি তুলে নিতে পারবে এই ড্রোন। তার গুণমান দারুন। এমনকী শত্রু ঘাঁটিতে হামলাও করতে পারবে বলেই খবর। প্রতীকী ছবি। পিক্সাবে
3/4আইআইটির খড়্গপুরেক ক্যাম্পাসের মধ্যেও একটা ওয়ার্কশপ থাকবে বলে খবর। ড্রোন প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, আইআইটি খড়্গপুর সহযোগিতা করছে। শুধু প্রতিরক্ষার ক্ষেত্রেই নয়, কৃষিক্ষেত্রেও আধুনিক ড্রোন ব্যবহার করা যাবে। এর ক্ষমতা অনেক বেশি। কিন্তু ওজন যথেষ্ট হালকা। প্রতীকী ছবি পিক্সাবে।
4/4সূত্রের খবর, ভুবনেশ্বরের বিখ্যাত ড্রোন প্রস্তুতকারক সংস্থা উইভিলস ড্রোনস ও আইআইটি খড়্গপুরের সহযোগিতায় এই উদ্যোগ। পেট্রল, মিথানল বা ব্যাটারিতে এই ধরনের ড্রোন চালানো সম্ভব। অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। সেক্ষেত্রে আধুনিকতম ড্রোনের জন্য আর বিদেশের দিকে তাকিয়ে বসে থাকতে হবে না। এবার দেশেই তৈরি হবে অত্যাধুনিক ড্রোন। প্রতীকী ছবি পিক্সাবে।