বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > IIT: আইআইটি খড়্গপুরের ডিরেক্টরকে তলব আদালতের, হস্টেলে Ragging, ছাত্র মৃত্যু

IIT: আইআইটি খড়্গপুরের ডিরেক্টরকে তলব আদালতের, হস্টেলে Ragging, ছাত্র মৃত্যু

আইআইটি খড়গপুর।

আইনজীবী রঞ্জিত চট্টোপাধ্যায় জানিয়েছেন, আইআইটির ডিরেক্টর যে রিপোর্ট জমা দিয়েছেন তাতে কোনও ছাত্রের নাম নেই। এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বেঞ্চ।এরপরই তিনি পরবর্তী শুনানির দিন ডিরেক্টরকে হাজির থাকার জন্য নির্দেশ দিয়েছেন।

খড়্গপুর আইআইটির এক ছাত্রের অস্বাভাবিক মৃত্য়ুকে কেন্দ্র করে এবার ডিরেক্টরকে ডেকে পাঠাল কলকাতা হাইকোর্ট। হস্টেলের ভেতর Ragging হয়েছিল বলে অভিযোগ। তার জেরেই ছাত্রের অস্বাভাবিক মৃত্য়ু হয়েছিল বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত গত ১৪ অক্টোবর ২৩ বছর বয়সী ওই ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছিল হস্টেলের রুম থেকে।আইআইটি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কোর্টে গিয়েছিল ছাত্রের পরিবার।

মৃত ছাত্রের অভিভাবকদের তরফের আইনজীবী রঞ্জিত চট্টোপাধ্যায় বলেন, আদালত নির্দেশ দিয়েছে ২০ ডিসেম্বর আইআইটির ডিরেক্টরকে আদালতে উপস্থিত থাকতে হবে। ডিরেক্টর যে রিপোর্ট জমা দিয়েছিলেন তাতে খুশি নন আদালত। সেকারণেই পরবর্তী শুনানিতে ডিরেক্টরকে ডেকে পাঠানো হয়েছে।

আইআইটি গত ২৩ নভেম্বর তিন পাতার রিপোর্ট আদালতে জমা দিয়েছিল। হস্টেলে Ragging এর অভিযোগ উঠেছিল। তার জেরেই এই রিপোর্ট। তবে আইআইটির রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।

এদিকে নভেম্বর মাসে হাইকোর্ট সিঙ্গল বেঞ্চের বিচারক রাজশেখর মান্থা আইআইটি খড়্গপুরের ডিরেক্টরের কাছ থেকে রিপোর্ট চেয়েছিলেন। কারা এই ঘটনায় যুক্ত সেটাও জানতে চাওয়া হয়েছিল। অন্য়দিকে এই ধরনের নির্যাতন নিয়ে আগেও অভিযোগ থাকা সত্ত্বেও কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি সেটাও জানতে চাওয়া হয়েছিল।

এদিকে ওই ছাত্র আদপে অসমের বাসিন্দা। সেকারণে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এনিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে অনুরোধ করেছিলেন যাতে এর তদন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে করা হয়।

আইনজীবী রঞ্জিত চট্টোপাধ্যায় জানিয়েছেন, আইআইটির ডিরেক্টর যে রিপোর্ট জমা দিয়েছেন তাতে কোনও ছাত্রের নাম নেই। এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বেঞ্চ।এরপরই তিনি পরবর্তী শুনানির দিন ডিরেক্টরকে হাজির থাকার জন্য নির্দেশ দিয়েছেন।

 

বন্ধ করুন