বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > IIT-KGP News: আইআইটি খড়গপুরের ৮৬ অধ্যাপককে শো-কজ কর্তৃপক্ষের, পালটা হাইকোর্টের মামলা রুজুর ভাবনা!

IIT-KGP News: আইআইটি খড়গপুরের ৮৬ অধ্যাপককে শো-কজ কর্তৃপক্ষের, পালটা হাইকোর্টের মামলা রুজুর ভাবনা!

আইআইটি খড়গপুর (ফাইল ছবি)

ইতিমধ্যেই প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন ১০০ জনেরও বেশি অধ্যাপক। বৃহস্পতিবার থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে এবং বুকে কালো ব্যাজ সেঁটে শুরু হয়েছে তাঁদের এই আন্দোলন।

অনশনে বসার হুঁশিয়ারি দিলেন আইআইটি খড়গপুরের অধ্যাপকদের একাংশ। সূত্রের দাবি, সম্প্রতি এই শিক্ষা প্রতিষ্ঠানের ৮৬ জন অধ্যাপককে 'শো-কজ নোটিশ' ধরানো হয়েছে। তারই প্রতিবাদে অনশনে বসার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনকী, এই শো-কজ নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও নাকি ভাবছেন সংশ্লিষ্ট অধ্যাপকরা।

ইতিমধ্যেই প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন ১০০ জনেরও বেশি অধ্যাপক। বৃহস্পতিবার থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে এবং বুকে কালো ব্যাজ সেঁটে শুরু হয়েছে তাঁদের এই আন্দোলন।

এই বিবাদের সূত্রপাত হয় গত সেপ্টেম্বর মাসে। আইআইটি খড়গপুরের ডিরেক্টর-সহ গোটা কর্তৃপক্ষের বিরুদ্ধেই একগুচ্ছ অভিযোগ তুলে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি পাঠিয়ে নালিশ করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি টিচার্স অ্যাসোসিয়েশন (আইআইটিটিএ)-এর সদস্যরা।

তাঁদের অভিযোগের তালিকায় ছিল - ডিরেক্টরের স্বজনপোষণ, খেয়ালখুশি মতো শিক্ষক ও অধ্যাপক নিয়োগ, এখনও পর্যন্ত মাল্টি সুপার-স্পেশালিটি হাসপাতাল চালু না করতে পারা, শিক্ষক ও অধ্যাপকদের কাছ থেকে বেআইনিভাবে অতিরিক্ত টাকা আদায় এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আইআইটি-র শিক্ষক ও অধ্যাপকদের মধ্যেকার সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা।

প্রসঙ্গত, এই প্রতিষ্ঠানের বর্তমান ডিরেক্টর বীরেন্দ্র কুমার তিওয়ারি দায়িত্বভার গ্রহণ করেন ২০১৯ সালে। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে আগামী বছরের জানুয়ারি মাসে।

সংশ্লিষ্ট শিক্ষক সংগঠনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গত ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রীর কাছে ওই চিঠি পাঠানো হয়েছিল। তাতে জানানো হয়েছিল, আগেই এই সমস্যাগুলি নিয়ে নানা মহলে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে। কিন্তু লাভ কিছুই হয়নি।

সংশ্লিষ্ট ওই সূত্রের দাবি, এরপর মন্ত্রকের তরফে আবেদন করা হয়, একজন নতুন ডিরেক্টরকে নিয়োগ করা হোক। যাঁর শিক্ষাগত যোগ্যতা আরও বেশি হবে এবং যাঁর আগেও এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক দায়িত্ব পালনের পূর্ব অভিজ্ঞতা রয়েছে।

এর জেরেই গত ১২ নভেম্বর আইআইটি কর্তৃপক্ষের তরফে পাল্টা শো-কজ নোটিশ ধরানো হয় বলে অভিযোগ। সেই নোটিশ পাঠানো হয় আইআইটিটিএ অফিস বেয়ারারদের। আলাদা একটি শো-কজ নোটিশ পাঠানো হয় আইআইটিটিএ-র সাধারণ সম্পাদক অধ্যাপক অমলকুমার দাসকে।

পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদে ৮৬ জন অধ্যাপক একটি গণ-আবেদন পাঠায় আইআইটি কর্তৃপক্ষকে। তাঁদের দাবি ছিল, যে চারজন আইআইটিটিএ অফিস বেয়ারারকে শো-কজ নোটিশ পাঠানো হয়েছে, তাঁদের থেকে সেই নোটিশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তা না হলে ওই ৮৬ জন অধ্যাপক অনশনে বসবেন।

এর জবাবে ওই ৮৬ জন অধ্যাপককেও শো-কজ নোটিশ ধরায় আইআইটি কর্তৃপক্ষ। তারা এই ঘটনাক্রম নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

 

 

 

 

বাংলার মুখ খবর

Latest News

তাঁর শো স্পনসর করেছেন সলমন খান, এবার তাই খুনের হুমকি পেলেন কপিল শর্মা ইন্টারনেট গায়েব! দাম মোটামুটি একই রেখে একাধিক প্ল্যানে ঝটকা দিল Jio, কত টাকা? স্ত্রীকে খুন করে দেহ কেটে মাংস প্রেসার কুকারে সেদ্ধ করেছি… স্বীকার করল স্বামী 'লড়াই চলতে থাক', নেশামুক্তির ১৭ বছর! অনিন্দ্যর অকপট স্বীকারোক্তিতে মুগ্ধ ভক্তরা ভজনের অটোতেই হাসপাতালে গিয়েছিলেন সইফ! টাকা নয়, এই বিশেষ উপহার সে চায় নায়কের থেকে ভারত-মার্কিন সম্পর্কের জন্যে কী করবে ট্রাম্প ২.০? ওয়াশিংটনে দাঁড়িয়ে অকপট জয়শংকর ইডেনে নিজের নামাঙ্কিত স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে কল্পনার জগতে হারালেন ঝুলন এবারের বাজেটে আয়করের নয়া স্ল্যাব আনতে পারে কেন্দ্র, মিলতে পারে ছাড়: রিপোর্ট বাংলাদেশি উচ্চারণে হিন্দি বলছে সইফের হামলাকারী, জিজ্ঞাসাবাদ করতে সমস্যা পুলিশের! Unknown Facts: চার্জারের রং কালো বা সাদা হয় কেন?

IPL 2025 News in Bangla

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.