বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মালদায় স্টেশন রোডে বেআইনী নির্মাণ, বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ

মালদায় স্টেশন রোডে বেআইনী নির্মাণ, বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ

পুরাতন মালদা পুরসভা (ফাইল ছবি)

স্টেশন রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তার একাংশ দখল করে বেআইনী নির্মাণের অভিযোগ। 

ওল্ড মালদা স্টেশন রোড। স্টেশনে যাওয়ার জন্য এই রাস্তাটি সচরাচর ব্যবহার করেন বাসিন্দারা। পুরসভার অধীনেই রয়েছে রাস্তাটি। এদিকে সেই গুরুত্বপূর্ণ রাস্তার একাংশ দখল করে বেআইনী নির্মাণ করার অভিযোগ উঠেছে বিজেপির বুথ সভাপতি সুরেশ দেবনাথের বিরুদ্ধে। এদিকে রাস্তার একাংশর দখল করে একেবারে বহুতল নির্মাণের জেরে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। পুরসভাও কাজ বন্ধের জন্য নোটিস পাঠিয়েছে। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ। এদিকে গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন বিজেপি নেতৃত্ব। এনিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি তাঁরা। তবে অভিযুক্ত বিজেপি নেতার পরিবারের দাবি, গোটা ঘটনায় রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রশ্ন উঠছে তবে কী বিজেপি ক্ষমতায় আসতে পারে এই আশাতেই বেআইনী নির্মাণের রাস্তায় হেঁটেছিলেন ওই বিজেপি নেতা।

এদিকে গোটা ঘটনায় অত্যন্ত কড়া পদক্ষেপ নিচ্ছে পুরকর্তৃপক্ষ। আপাতত ঠিক হয়েছে,  বেআইনী নির্মাণ ভেঙে ফেলার ব্যাপারে তাঁকে নির্দেশ দেওয়া হবে। এজন্য নির্দিষ্ট সময়ও দেওয়া হবে তাঁকে। কিন্তু তারপরেও তিনি না ভাঙলে পুরসভার তরফ থেকে এই বেআইনী নির্মাণ ভেঙে দেওয়া হবে। পুরাতন মালদার পুর প্রশাসক কার্তিক ঘোষ বলেন, বাড়ির মালিককে বেআইনী নির্মাণ ভাঙার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সাতদিন পর পুরকর্তৃপক্ষ এই নির্মাণ ভেঙে দেবে।

 

বন্ধ করুন