বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পূর্ব বর্ধমানের দুটি এলাকা থেকে উদ্ধার প্রচুর পরিমাণে বোমা ও অস্ত্র, ধৃত ৩

পূর্ব বর্ধমানের দুটি এলাকা থেকে উদ্ধার প্রচুর পরিমাণে বোমা ও অস্ত্র, ধৃত ৩

দেওয়ান দিঘি থানা এলাকায় উদ্ধার হওয়া বোমা। নিজস্ব ছবি।

শ্রীবাটিতে উদ্ধার হওয়া বোমা হামলা করার উদ্দেশ্যেই সংগ্রহ করে রাখা হয়েছিল বলে পুলিশের অনুমান।

রামপুরহাট কাণ্ডের পরেই রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিল নবান্ন। সেই নির্দেশের পর বিভিন্ন জায়গা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এবার পূর্ব বর্ধমানের দুটি আলাদা আলাদা জায়গা থেকে প্রচুর পরিমাণে বোমা এবং অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। কাটোয়া থানার শ্রীবাটি গ্রাম এবং দেওয়ান দিঘি থানার পীরতলা লাগোয়া মাঠ থেকে এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার হয়েছে। শ্রীবাটিতে উদ্ধার হওয়া বোমা হামলা করার উদ্দেশ্যেই সংগ্রহ করে রাখা হয়েছিল বলে পুলিশের অনুমান। রবিবার ধৃত তিনজনকে আদালতে তোলা হলে তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে তারা শ্রীবাটি গ্রামের বাসিন্দা। ধৃতদের নাম সইদুল শেখ, বজরুল শেখ এবং জামির আলি মণ্ডল। তাদের কাছ থেকে ১৬টি সকেট বোমা ছাড়াও ৪টি রাইফেল এবং২৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার হয়েছে। এছাড়াও, একটি পিস্তল এবং ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রের খবর, শনিবার গভীর রাতে শ্রীবাটি গ্রামে হানা দেয় পুলিশ। এরপর দুষ্কৃতীরা পুলিশকে দেখে পালাতে গেলেই তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

তদন্তে পুলিশের অনুমান জমি দখলকে কেন্দ্র করে ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে বিবাদ চলছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে তাদের হামলার পরিকল্পনা ছিল। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার পাশাপাশি বোমাগুলি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। অন্যদিকে, দেওয়ান দিঘি থানার পীরতলা গ্রামে একটি মাঠ থেকে দুটি যার উদ্ধার হয়েছে। সেগুলির মধ্যে প্রচুর পরিমাণে বোমা রাখাছিল। খবর পেয়েই দেওয়ান দিঘি থানার পুলিশ এবং বম্ব স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

বন্ধ করুন