বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > শ্রীরামপুরে বেআইনি পলিব্যাগের কারখানা বন্ধ করলেন পুরপ্রধান

শ্রীরামপুরে বেআইনি পলিব্যাগের কারখানা বন্ধ করলেন পুরপ্রধান

শ্রীরামপুরের পুরপ্রধানের নেতৃত্বে চলছে ক্যারি ব্যাগ বিরোধী অভিযান।

মঙ্গলবার আধিকারিকদের নিয়ে পুর এলাকার অন্তর্ভুক্ত একটি পলিব্যাগ তৈরির কারখানায় অভিযান চালান শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা। আর ঢুকতেই সত্যি হয় আশঙ্কা।

বেআইনি পলিব্যাগের বিরুদ্ধে অভিযানে নামল হুগলির শ্রীরামপুর পৌরসভা। বন্ধ করে দেওয়া হল বেআইনি পলিব্যাগ তৈরির একটি কারখানা। মঙ্গলবার অভিযান চালিয়ে ওই কারখানা থেকে প্রচুর বেআইনি পলিব্যাগ উদ্ধার হয়েছে। আপাতত কারখানাটি বন্ধ করে দিয়েছে পৌরসভা।

গত ১ জুন থেকে দেশ জুড়ে নিষিদ্ধ হয়েছে ৭৫ মাইক্রনের কম পুরু পলিথিন ক্যারি ব্যাগ। যা নিয়ে সচেতনতা প্রচার চলছে গোটা রাজ্যজুড়ে। তবে তাতেও বিভিন্ন জায়গায় আইন ভাঙার প্রবণতা থামছে না। ফলে ময়দানে নামতে হল পুরসভাকে।

মঙ্গলবার আধিকারিকদের নিয়ে পুর এলাকার অন্তর্ভুক্ত একটি পলিব্যাগ তৈরির কারখানায় অভিযান চালান শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা। আর ঢুকতেই সত্যি হয় আশঙ্কা। দেখা যায়, ভিতরে তৈরি হচ্ছে বেআইনি পলি ব্যাগ। যা ৭৫ মাইক্রনের কম পুরু। কারখানায় প্রচুর মজুত বেআইনি পলি ব্যাগ পাওয়া যায়। এর পর কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেন পুরপ্রধান।

গিরিধারীবাবু জানিয়েছেন, বেআইনি পলি ব্যাগ বন্ধ করতে আমরা কারখানায় এসেছিলাম। এখানে ট্রেড লাইসেন্স ছাড়াই কাজ চলছিল। আমরা কারখানা বন্ধ রাখতে বলেছি।

কারখানার মালিক অঞ্জন দে বলেন, সরকারি নির্দেশ মেনে ৭৫ মাইক্রনের বেশি পুরু পলিব্যাগই তৈরি হচ্ছিল। কেন কারখানা বন্ধ হল জানি না।

এদিন শ্রীরামপুরের বাজার এলাকায় পলিব্যাগের ব্যবহার রুখতে সচেতনতা মূলক প্রচার করেন পুরপ্রধান। বিলি করেন চটের ক্যারি ব্যাগ।

 

বন্ধ করুন