মাস খানেক আগে আলিপুরদুয়ারের মাদারিহাটে জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলো কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছিল। দেশ-বিদেশের বহু পর্যটকের বেশ পছন্দের জায়গা ছিল হলং বাংলোটি। অনেকেই এখানে প্রাকৃতিক পরিবেশে নিরিবিলি সময় কাটাতে ভালোবাসতেন। আর এবার পুড়ে ছাই হয়ে দার্জিলিংয়ের সিংটাম চা বাগানের ম্যানেজারের বাংলো। রবিবার গভীর রাতে ভয়ঙ্কর আগুন লাগে এই বাংলোয়। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি, তবে ১০৪ বছরের পুরনো একটি বাংলো পুড়ে ছাই হয়ে যাওয়ায় হতাশ স্থানীয়রা।
আরও পড়ুন: পুড়ে ছাই হয়ে গেল জলদাপাড়ার হলং বনবাংলো, বিধ্বংসী আগুনে সব শেষ
বিজয়া দশমী শেষ হতে না হতেই দার্জিলিং সংলগ্ন সিংটামে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। প্রায় ১০৪ বছরের পুরোনো সিংটাম চা বাগানের ম্যানেজারের বাংলো অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। রবিবার গভীর রাত প্রায় ১ টা নাগাদ বাংলোয় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু, ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় বাংলোটি।
প্রাথমিকভাবে দমকলে কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ১৯০২ সালে ব্রিটিশরা সিংটামের চা বাগানের এই বাংলোটি তৈরি করে। বর্তমানে সিংটাম চিকম্যান চা বাগানটি বন্ধ রয়েছে। তবে বাংলোটি পর্যটকদের জন্য কাজে লাগানো হয়। যাঁরা সময় প্রাকৃতিক পরিবেশে নিরিবিলিতে সময় কাটাতে ভালোবাসেন তাদের অনেকেরই পছন্দের জায়গা হল এই বাংলোটি।
রবিবার মাঝরাতে শতাব্দী প্রাচীন ওই বাংলোতে আগুন লাগার খবর দেওয়া হয় দমকল। ১০৪ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ম্যানেজারের বাংলোটি পুড়ে যাওয়ায় হতাশ স্থানীয়রা। এর আগেও একাধিক গুরত্বপূর্ণ বাংলো পুড়ে গিয়েছে উত্তরবঙ্গে। চলতি বছরের জানুয়ারি মাসে দার্জিলিঙের ’ন্যাশনাল রিসার্চ ফর অর্কিড’-এর বাংলোয় আগুন লাগে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাংলোটি। বারংবার এভাবে এক এক করে বাংলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে ম্যানেজারের বাংলোতে? দমকল তাকিয়ে দেখার পরে সঠিকভাবে জানা যাবে।