স্বাস্থ্যে অব্যবস্থা শেষ করতে পথে নেমেছেন চিকিৎসকরা। স্বাস্থ্যভবনের সামনে চলছে তাঁদের অবস্থান। এবার একই অভিযোগ উঠল শিক্ষায়। স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে পথে নামল কচিকাঁচারা। আর ২ জায়গায় উঠল একই স্লোগান, ‘উই ওয়ান্ট জাস্টিস’। ঘটনা বীরভূমের নলহাটি থানার চামটিবাগান এলাকার। স্থানীয় ইন্দ্রডাঙা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ, তাঁদের স্কুলে মাত্র ১ জন স্থায়ী শিক্ষক। যার ফলে পড়াশুনোয় পিছিয়ে পড়ছে তারা।
আরও পড়ুন - শৌচালয়ের দেখভালও করতে পারে না! পূর্ত দফতরের ভূমিকায় ক্ষুব্ধ আদালত
পড়তে থাকুন - মালদায় কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত হাতুড়ে ডাক্তার, ৯ দিনেই চার্জশিট দিল পুলিশ
পাঁচটা ক্লাসের জন্য ১ জন স্থায়ী শিক্ষক, তিনি না এলে বন্ধ থাকে পঠনপাঠন। স্কুলে আরও শিক্ষক নিয়োগের দাবিতে এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল নলহাটির ইন্দ্রডাঙা প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা। শুক্রবার সকালে তাঁরা রানিগঞ্জ - মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের নলহাটী থানার চামটিবাগান মোড়ের কাছে পথ অবরোধ করে। সঙ্গে ছিলেন অভিভাবকরাও। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকে কচিকাঁচারা। তাদের দাবি, আরও অন্তত ১ জন স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে স্কুলে।
এক অভিভাবক জানান, ‘আমার মেয়ের স্কুলে মাত্র ১ জন স্থায়ী শিক্ষক। তিনি না এলে পঠনপাঠন বন্ধ থাকে। এভাবে আমাদের ছেলে - মেয়েরা পড়াশুনোয় পিছিয়ে পড়ছে। আমাদের অন্তত আর ১ জন স্থায়ী শিক্ষক চাই।’
আরও পড়ুন - ‘ইহা পে আরজি কর হো জায়েগা’, বেসরকারি হাসপাতালের মহিলা চিকিৎসককে হুমকি
স্কুলের একমাত্র শিক্ষিকা অনিতা সিং বলেন, ‘স্কুলে ৩ জন স্থায়ী শিক্ষক ছিলেন। তাদের মধ্যে ২ জন প্রধান শিক্ষক হয়ে অন্য স্কুলে চলে গিয়েছেন। এখন রয়েছি আমি একা। আর পাশের একটি স্কুল থেকে ডেপুটেশনে একজনকে পাঠানো হয়েছে। কিন্তু আমি না এলে স্কুলে পড়াশুনো হয় না। ৫টা ক্লাস একা আমার পক্ষে সামলানো সম্ভব হচ্ছে না। তার ওপরে দরকার হলেও ছুটি নিতে পারি না। জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে চিঠি দিয়ে সব জানিয়েছি। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি।’