আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তবে এ বছর মাধ্যমিক পরীক্ষায় গ্রুপ ডি কর্মীর ঘাটতি দেখা দিয়েছে। এর কারণ হল কলকাতা হাইকোর্টের রায় সম্প্রতি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল করেছে। তারপরেই সমস্যা দেখা দিয়েছে স্কুলগুলিতে। গ্রুপ ডি কর্মীর অভাবে চা তৈরি করা থেকে শুরু করে স্কুলের ঘণ্টা বাজানোর কাজ করতে হচ্ছে শিক্ষকদের। আর এবার গ্রুপ ডি কর্মী না থাকায় একাধিক মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতির সামাল দিতে ডিআইদের গ্রুপ ডি কর্মীর ঘাটতি পূরণ করার নির্দেশ দিয়েছিল শিক্ষা দফতর। তাই মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিতে পরস্থিতি সামাল দিতে ভাড়াটে কর্মী রাখছে স্কুলগুলি।
গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলায় ৪০৬ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। অথচ মাধ্যমিক পাশের নিরিখে এই জেলায় সবচেয়ে এগিয়ে থাকে। তবে এত সংখ্যক গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়ে যাওয়ার ফলে বিরম্বনায় পড়েছে বহু স্কুল। এই পরিস্থিতির সামাল দিতে বহু স্কুলে অন্যান্য বিভাগের অস্থায়ী কর্মীদের গ্রুপ ডি কর্মীর জায়গায় ভাড়া নেওয়া হয়েছে। আবার পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব সামলানোর জন্য ভাড়া করা হচ্ছে কর্মী। পূর্ব মেদিনীপুরের এগরায় ২৪টি মাধ্যমিক কেন্দ্র রয়েছে। যার মধ্যে এগরায় ৮টি স্কুল, পটাশপুরে ৯টি স্কুল এবং ভগবানপুরে ৭ টি স্কুল রয়েছে। এই মহকুমায় ৭৮ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। এরফলে ওই সমস্ত পরীক্ষাকেন্দ্রগুলিতে বিকল্প ব্যবস্থা হিসেবে কর্মী ভাড়া করা হয়েছে। সাধারণত গ্রুপ ডি কর্মীরা রোল নম্বর সাঁটানো থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা করা, খাতা নিয়ে আসা অথবা কেউ অসুস্থ হলে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার মতো দায়িত্ব পালন করে থাকেন। একটি স্কুলের এক শিক্ষক জানান, ওই স্কুলের গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হওয়ায় এখন কারিগরি বিভাগের এক অস্থায়ী কর্মীকে পরীক্ষার জন্য রাখা হয়েছে। তাঁকে নির্দিষ্ট পারিশ্রমিক দেওয়া হবে।
এ বিষয়ে জেলা মাধ্যমিক স্কুল পরিদর্শক শুভাশিস মিত্র জানান, স্কুলগুলিতে সমস্যা হলে পাশের স্কুল থেকে গ্রুপ ডি কর্মী আনতে বলা হয়েছে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ার পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রার্থীরা। সেখানে চলছে মামলাটি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup