আফগানিস্তান চলে গিয়েছে তালিবানের দখলে। বন্দুকবাজরা ঘুরছে কাবুলের আনাচে কানাচে। তারই কিছু ছবি দেখে শিউরে উঠছেন অনেকেই। তবে এবার আর সেই সব ভয়াবহ ছবি দেখে শিউরে ওঠাই শুধু নয়। এবার আফগানিস্তানের সেই অশান্ত পরিবেশের প্রভাব পড়েছে বাংলার বাজারে। এমনটাই দাবি ব্যবসায়ীদের। কাজু, কিসমিস, আখরোট, কাজুবাদাম। দোকানীরা বলছেন সেই সব লোভনীয় শুকনো ফল সেই সুদূর আফগানিস্তান থেকেই আসে। এদিকে আফগানিস্তানের অশান্ত পরিবেশের জেরে সেই Dry Fruits এর আমদানিতে ভাটা পড়েছে। আর তার জেরে বাংলার বাজারে সেই ড্রাই ফুটসের দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখা যাচ্ছে, শুকনো ফলের দাম হু হু করে বেড়েছে। রায়গঞ্জের মোহনবাটি বাজারের এক ব্যবসায়ী বলরাম চৌধুরী বলেন, আফগানিস্তান থেকে এই ধরনের শুকনো ফল আমদানি হয়ে আসে। সেটা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। শুকনো ফলের দাম বেড়ে গিয়েছে। ক্রেতারা এসে নানা প্রশ্ন করছেন। তাঁদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা নাজেহাল। কাঠবাদাম কিলোতে ৩০০ টাকা করে বেড়েছে। সঞ্জীব সাহা নামে অপর একজন ব্যবসায়ী বলেন,আফগানিস্তানে ঝামেলা হচ্ছে বলে আমদানি ঠিকঠাক হচ্ছে না। সেকারণে কিসমিস, আখরোটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। ৭০০ টাকার কাঠবাদামের দাম গিয়ে দাঁড়িয়েছে পাইকারীতেই ১২০০ টাকা। পাশাপাশি পোস্তর দামও বাড়ছে বলে ব্যবসায়ীদের দাবি।