বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। হাসিনা পরবর্তী সময়ে পড়শি দেশে যে অরাজকতা শুরু হয়েছে, এই আবহে যাতে বাংলাদেশিরা কেউ অনুপ্রবেশ না করতে পারে, সেদিকে কড়া নজর সীমান্তরক্ষী বাহিনীর। এরই মাঝে এবার নদিয়ার কাছে বাংলাদেশ সীমান্তের ওপর রাতের অন্ধকার আকাশে আলোচর ঝলকানি দেখা গেল। যা নিয়ে ঘনিয়ে আসে রহস্য। আলোচর ঝলকানি কোনও ক্ষেপণাস্ত্র না ড্রোনের তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল স্থানীয়দের মধ্যে। তবে এলাকায় গিয়ে পরিস্থিতি শান্ত করে বিএসএফ। জানা গিয়েছে, সেই আলো আদলতে বিএসএফ ব্যবহার করে। অন্ধকারে দূর পর্যন্ত দেখতে আকাশে এই আলো ছুঁড়ে দেওয়া হয়। ১৫ অগস্টের আবহে বিশেষ নজরদারির অংশ হিসেবে বিএসএফ সীমান্তে সেই আলো ব্যবহার করছে। পরে গ্রামবাসীদের বিষয়টি বুঝিয়ে হলা হয়। (আরও পড়ুন: ভাতার নামে ভাঁওতা, ডিএ নিয়ে 'গুলতাপ্পি' রাজ্য সরকারের, গুরুতর অভিযোগ কর্মীদের)
আরও পড়ুন: হিন্দুদের আটকাচ্ছে BSF, এরই মাঝে ভারতে ঢুকল বাংলাদেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের ৪
আরও পড়ুন: আরজি করে কেস ধামাচাপা দিতে নির্যতিতার মাকে টাকার অফার পুলিশের, বিস্ফোরক চিকিৎসক
এর আগে একবুক জলে দাঁড়িয়ে ভারতে আসার জন্য কাতর আর্তি জানাতে দেখা গিয়েছিল বাংলাদেশি হিন্দুদের। সম্প্রতি এমনই দৃশ্য দেখা গিয়েছে কোচবিহারে। এছাড়াও জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরেও এই একই দৃশ্য দেখা গিয়েছে। তবে প্রতি ক্ষেত্রেই বিএসএফ আটকে দিয়েছে সেই সব বাংলাদেশিদের। তাদের ভারতে ঢুকতে দেওয়া হয়নি। এই আবহে হাজার হাজার বাংলাদেশি সীমান্তে রাত পর্যন্ত কাটিয়েছে। তবে অশান্ত বাংলাদেশ ত্যাগ করে ভারতে আসতে পারেনি তারা। তবে সম্প্রতি রঘুনাথগঞ্জ থানার চর পিরোজপুরে বিএসএফের হাতে ধরা পড়ে বাংলাদেশের আওয়ামি লিগের ছাত্রনেতা। তাঁকে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদের ভারত–বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটি গ্রাম থেকে। ধৃতের নাম আবদুল কাদির (২৭)। বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জে। এই ছাত্রনেতা বাংলাদেশের আওয়ামি লিগ ছাত্র সংগঠন ছাত্রলিগের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া সম্প্রতি অসমে চার বাংলাদেশি অনুপ্রবেশ করেছে বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: 'আমি ক্ষমা চাইছি', বাংলাদেশের রাস্তায় হিন্দুদের ঢল নামতেই হাতজোড় করলেন মন্ত্রী)
আরও পড়ুন: 'বাংলাদেশিরা যেন ভারতকে ঘনিষ্ঠ বন্ধু ভাবে...', দিল্লিকে বড় বার্তা ঢাকার
আরও পড়ুন: 'মায়ের সাথে কথা হল...', হাসিনার 'বিবৃতি' ঘিরে রহস্য, নয়া দাবি পুত্র জয়ের
উল্লেখ্য, বিগত দিনগুলিতে বারবার বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকেই সেদেশের একাধিক জায়গায় হিন্দুদের ওপর আক্রমণ করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বহু হিন্দুকে খুন করার অভিযোগ উঠেছে। এদিকে বিক্ষোভের নামে হিন্দুদের বাড়িঘর লুঠ করার ঘটনাও ঘটেছে। এই আবহে সম্প্রতি উত্তর দিনাজপুরের উসলামপুর মহকুমা লাগোয়া বাংলাদেশ সীমান্তে বহু হিন্দু ভারতে আসার চেষ্টা করেন। এই একই ভাবে জলপাইগুড়ি জেলাতেও বাংলাদেশি হিন্দুরা ভারতে আশ্রয় পাওয়ার জন্যে সীমান্তে ভিড় করেন। কোচবিহারের শীতলকুচিতেও একই ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে এবার তাদের ওপর হামলার ঘটনায় পালটা প্রতিবাদে রাস্তায় নেমেছেন হিন্দুরা।