বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bangladesh Update: জল পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশিদের? কড়া নজর ভারতের, মৎস্যজীবীদের সতর্কতা

Bangladesh Update: জল পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশিদের? কড়া নজর ভারতের, মৎস্যজীবীদের সতর্কতা

বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে জলপথে অনুপ্রবেশ রুখতে মৎস্যজীবীদের সতর্ক প্রশাসনের

অভিযোগ ওঠে যে সমুদ্রে প্রায়ই বাংলাদেশের মৎস্যজীবীরা ভারতীয় জলসীমা অথবা ভারতের মৎস্যজীবীরা বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় পৌঁছে গিয়ে থাকেন। সেই পরিস্থিতিতে নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় মৎস্যজীবীরা প্রত্যেকেই যেন সঙ্গে করে পরিচয়পত্র রাখেন।

বৃহস্পতিবার নয়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলেও এখনও বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দেশের বিভিন্ন প্রান্তে হিংসা অব্যাহত রয়েছে। এই অবস্থায় নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেক বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে আসতে চাইছেন। ইতিমধ্যেই বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি চালাচ্ছে ভারত। তবে সমুদ্রপথেও যাতে কোনও বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করতে না পারেন, তা নিয়ে এবার মৎস্যজীবীদের সতর্ক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। সমুদ্রে ভারতীয় জলসীমায় অচেনা জাহাজ দেখলেই প্রশাসনকে খবর দিতে বলা হয়েছে। এছাড়াও, একাধিক নির্দেশ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের।

আরও পড়ুন: আমার বাসায় হামলা কেন? প্রশ্ন বাংলাদেশের হিন্দুদের, উদ্বেগে আরএসএস, আর্জি শাহকে

অভিযোগ ওঠে যে সমুদ্রে প্রায়ই বাংলাদেশের মৎস্যজীবীরা ভারতীয় জলসীমা অথবা ভারতের মৎস্যজীবীরা বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় পৌঁছে গিয়ে থাকেন। সেই পরিস্থিতিতে নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় মৎস্যজীবীরা প্রত্যেকেই যেন সঙ্গে করে পরিচয়পত্র রাখেন। 

শনিবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে মৎস্যজীবীদের এই মর্মে মাইকিং করে সতর্ক করতে দেখা যায় উপকূলরক্ষী বাহিনীকে। তাতে ভারতীয় মৎস্যজীবীদের পরিচয়পত্র রাখার পাশাপাশি মাছ ধরার আসল কাগজপত্র সঙ্গে রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে সমুদ্রে কোনও অচেনা জাহাজ দেখলেই যাতে দ্রুত প্রশাসনকে খবর দেওয়া হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। 

অনেক ক্ষেত্রেই সমুদ্রে মৎস্যজীবীরা একে অপরকে সাহায্য করে থাকেন। তবে এক্ষেত্রে আধিকারিকরা সতর্ক করেছেন, যে নিজ থেকে জলসীমায় কাউকে সাহায্য করতে এগিয়ে গেলে বিপদে পড়তে পারেন। জানা গিয়েছে, উপকূল রক্ষা বাহিনীর সঙ্গে মৎস্যজীবীদের সংগঠনের বৈঠক হয়েছে। সেই বৈঠকে একথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, আগে মৎস্যজীবীরা মাছ ধরার ফোটোকপি করা নথিপত্র সঙ্গে রাখতেন। তাও আবার একজনের কাছেই থাকত সেই নথি। কিন্তু এবার বলা হচ্ছে যে আসল পরিচয় রাখতে হবে। বর্তমান পরিস্থিতিতে কোনওভাবেই ফোটোকপি করা নথিপত্র মেনে নেওয়া হবে না। বলে এক আধিকারিক জানিয়েছেন। একইসঙ্গে প্রত্যেকের কাছে নথিপত্র থাকতে হবে। মৎস্যজীবীদের বলা হয়েছে, ভারতের জনলসীমায় কেউ ভিতরে আসতে চাইলে তাঁরা যেন দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। 

বাংলার মুখ খবর

Latest News

নিম্নচাপের ভ্রূকূটির মধ্যে শনিতে ৫ জেলায় সতর্কতা, রবিতে ৬-তে, বৃষ্টি বাড়বে কবে? আরজি করের আবেগকে অস্ত্র করে ছবির প্রচারের অভিযোগ কুণালের, বদলালো টেক্কার পোস্টার ‘গতি ভালো লাগে আমার,’ বন্দে ভারতে একমাত্র নারী মোটরম্যান ঋত্বিকা ভোটের পরেও নিজ জেলায় ফেরানো হয়নি পুলিশ কর্মীদের, ভবানী ভবনে ভিড় পরিবারের দেহের সামনে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা চিকিৎসকদের, সত্যিই কি তিনি সীতারাম ইয়েচুরি? ধরনায় ইতি টেনে স্বাস্থ্য়ভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল নয়ডায় বিমানকর্মী খুনে পুলিশের জালে ‘লেডি ডন’, মাথার দাম ঘোষণা ছিল ২৫,০০০ RG Kar- কাণ্ডে প্রতিবাদ অব্যাহত! মশাল নিয়ে রাজপথে নাগরিক সমাজ নমাজ সবে শুরু হবে, আচমকাই মারপিট ঢাকার জাতীয় মসজিদে, সামলাতে নামল সেনা 'হাতেগোনা কয়েকটা লোকই আছে যাদের নাম মিটুতে আসবে না…', আবিরকে ক্লিনচিট ঋতাভরীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.