বাংলাদেশে অশান্তি কমেনি। বরং তা উত্তরোত্তর বেড়েই চলেছে। হিন্দুদের উপর প্রবল আক্রমণ হচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই বেশ কয়েকদিন আগেই ইসকন মন্দিরের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে জেলে ভরে রাখা হয়েছে। তার প্রতিবাদ করা হয়েছে ভারত থেকে। তারপর থেকেই ভারতের বিরুদ্ধে নানা কড়া বার্তা বাংলাদেশ থেকে আসতে শুরু করেছে। সুতরাং একদিকে অশান্তি অপরদিকে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে। এই আবহে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। তাই বাংলাদেশ আর ভারতের মধ্যে রক্তঋণের সম্পর্ক। যা আজ কঠিন চ্যালেঞ্জের মধ্যে গিয়ে পড়েছে। বরাবর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সুমধুর ছিল। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে ওপার বাংলায়। যার প্রভাব পড়েছে এপার বাংলায়। এমন পরিস্থিতিতে হিলি আই–সিপি গেট জিরো পয়েন্টে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানাল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ, সোমবার সকাল ১০টা নাগাদ হিলি চেকপোস্ট জিরো পয়েন্টে এই মিষ্টি বিনিময় করেন হিলি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদত হোসেন।
আরও পড়ুন: দিঘার সৈকতে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট, ভগ্নিপতির নম্বর ব্লক করতেই খুন শ্যালিকা
অন্যদিকে আজ বিএসএফের ৭৯ ব্যাটালিয়নের ইন্সপেক্টর এসএন চৌবের হাতে চার প্যাকেট মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান, ২০ বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদত হোসেন। পাল্টা বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দেওয়া হয়। আর বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। তখন তাঁরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন। এই আবহ দেখতে সেখানে বিজিবি এবং বিএসএফের নারী–পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। এটা ভারত–বাংলাদেশের মধ্যে চিরাচরিত সম্পর্ক। সেটা যে এবারও এমন উত্তপ্ত বাতাবরণে ঘটবে তা কেউ ভাবতে পারেননি। কিন্তু ঘটল।
এছাড়া এখন শেখ হাসিনা ভারতের আশ্রয়ে আছেন। সেখান থেকে বাংলাদেশে তাঁকে নিয়ে যেতে চায় অন্তর্বর্তী মহম্মদ ইউনুসের সরকার। তা নিয়েই এখন নানা জটিলতা তৈরি হয়েছে। ওপার বাংলায় কোটা সংরক্ষণ বিরোধী আন্দোলনই রক্তক্ষয়ী হয়ে ওঠে। তখন ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে অশান্তি চলছে পদ্মাপারে। এই অবস্থায় সম্পর্ক ভাল হোক এবং বাংলাদেশে শান্তি ফিরে আসুক সকলেই চান। তাই আজকের বিজয় দিবস উপলক্ষ্যে বিজিবির ক্যাম্প কমান্ডার শাহাদত হোসেন বলেন, ‘নানা দিবসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মাঝে সৌদার্হ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই মিষ্টি বিনিময় করা হয়। তারই অংশ হিসেবে আজকের এই মিষ্টি বিনিময় করা হল। এতে সীমান্তে কর্মরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’