বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > International Mother Language Day: নিরাপত্তার বেড়ি, পেট্রাপোলে আবেগহীন ভাষাদিবস পালন ভারত-বাংলাদেশের

International Mother Language Day: নিরাপত্তার বেড়ি, পেট্রাপোলে আবেগহীন ভাষাদিবস পালন ভারত-বাংলাদেশের

বনগাঁ পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে পালিত হল আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। (নিজস্ব চিত্র)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো পুষ্পার্ঘ্য শহিদ বেদিতে নিবেদন করেন দু'দেশের প্রতিনিধিরা। তবে এ বছর ভাষা দিবসে নোম্যান্সল্যান্ডের অনুষ্ঠানে অংশ নিতে পারেননি দু'দেশের সাধারণ নাগরিকরা।

প্রতিবছরের মতো এ বছরও ভারত-বাংলাদেশের পক্ষ থেকে বনগাঁ পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে পালিত হল আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। দু'দেশের প্রতিনিধিরা শহিদ বেদীতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো পুষ্পার্ঘ্য শহিদ বেদিতে নিবেদন করেন দু'দেশের প্রতিনিধিরা। তবে এ বছর ভাষা দিবসে নোম্যান্সল্যান্ডের অনুষ্ঠানে অংশ নিতে পারেননি দু'দেশের সাধারণ নাগরিকরা।

ভারত-বাংলাদেশের উৎসাহী নাগরিকরা ভাষা দিবসের এই অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকেন সারা বছর। এই বছর ভাষা দিবসের অনুষ্ঠানে সামিল হতে না পেরে মন খারাপ তাঁদের। বিগত বছরগুলিতে দুই দেশের যৌথ উদ্যোগে ভাষা দিবসের অনুষ্ঠান হতো নোম্যান্সল্যান্ডে। সেই সময় দুই দেশের নাগরিকরাও ভাষা দিবসের সেই অনুষ্ঠানে সামিল হতো। তবে এই বছর নোম্যানসল্যান্ডে যৌথভাবে ভাষা দিবসের অনুষ্ঠান হচ্ছে না। দুই দেশের পক্ষ থেকে দুই দেশের ভূখন্ডে দুটি পৃথক মঞ্চ করে এই অনুষ্ঠান হচ্ছে। ফলে ভাষা দিবসের আবেগে ভাটা পড়েছে বলে মত তাদের ।

আরও পডুন: বাংলা ভাষার উপর কতটা নির্ভরশীল এই বঙ্গ? কী বলছেন সাধারণ বাঙালি? শুনল HT বাংলা

বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, 'ভারত থেকে কোনও মন্ত্রী ভাষা দিবসের এই অনুষ্ঠানে সামিল হননি। তাই কোথাও যেন ভাষা দিবস এর অনুষ্ঠানে সেই পুরনো জৌলুস কিছুটা হলেও কমেছে।' অন্যদিকে ভারতীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, 'নিরাপত্তার কারণে ভারত সরকারের পক্ষ থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। যে কারণে নোম্যান্সল্যান্ডে যৌথভাবে ভাষা দিবসের অনুষ্ঠান উদযাপন করা যাচ্ছে না।'

বন্ধ করুন